অভিশাপ
আশিক মাহমুদ
গগনও তলে মাদল বাজে
ভুবন সেজেছে আপন সাজে,
দীপ্ত পায়ে আপন সেজে,
কে এসেছে মেদিনী তরে,
আমারি দুরায়ে,
ওপাশ দিয়ে ভেসে আসিল স্নীগ্ধস্বরে,
আমি তোমার অভিশপ্ত জীবন।
আমি সেই অভিশাপকে মনে করিয়া,
লইলাম সহৃদয়ে,
হৃদয়পানে দিলাম তারে ঠায়।
চলেছি তারে লই য়া, দিক দিগন্তে।
কে জানিত তাহা,
যে করিবে জীবন পুড়ে ছাড়খার।
তাহার পরে জীবনের বাকিটা সময়,
পুড়ে হয়েছি দগ্ধ।
আমার এই বিশুষ্ক,মুরূভূমি দগ্ধ হৃদয়,
কেহ করিতে পারেনি শান্ত।
যেহায় দিয়েছি হাত,
সেথায় তাহা পুড়ে হয়েছে ছাই।
প্রখর রৌদ্রে ছায়ার তরে নিয়েছি ঠায় বটবৃক্ষে,
ক্ষণকাল পরে নিয়তীর পরিহাসে,
হয়েছে তাহার নাস।
এই সংকীর্ণ জীবনে ধরেছি যার জড়াইয়া,
কিছুকার পর ছাড়িয়া গেছে মোরে।
যাহাদের ধরেছি আকড়ে,
তাহারা সকলি ক্ষণকাল পরে ছাড়িয়া গেছে।
যারে ভেসেছি ভালো
সেও গেছে ছাড়ি মোরে।
নিয়তির পরিক্রমে দুজন দুই পৃথিবীর তরে
এসেছিলে ক্ষণকালে জীবনে
ভরে দিয়েছিলে উৎফুল্লে।
আপন মনে গাহি তাদের মর্ম গান।
শূন্য এজীবনে এসেছিলে বন্ধু
তব মন দিয়েছো ফাঁকি।
জীবনে কাটাইয়াছি অর্ধবৎসর।
অভিশপ্ত ঘেরা এ জীবন,
যখন যারে ছুইয়েছি,
সেই গেছি ছাড়ি।
ক্ষণিকের কালে এসেছিলে ভবে
তাহার পরে গেছে ছাড়ি মোরে।
বিষাদ উনুনে সীক্ত এ জীবন
ক্রান্ত ক্ষ্রান্ত পথিক শূধু
চলিবার পথে দেখে যায়।
কেহ অভিশপ্ত ঘেরা জীবনের
পাশে আসে নি কো।
পৃথিবীর যেথায় রেখেছি চরণ
হয়েছে সেথা মুরুশুষ্ক।
জীবের সজীবতা প্রাণের স্পন্দন দিয়েছে ছাড়ি।
কখনো কোনো কালে হবে না কো,
আমার হতাশার জীবন ছাড়ি।
উদাসীনী সেই ধরার আমেজে,
কেহ রাখেনি স্মরণে,
তব হায় রাখি তাহাদের মনে।
অভিশপ্ত ক্ষান্ত পথিক
ছুটে চলি শান্তির নীড়ের খুঁজে
হে অভিশপ্ত জীবন,
এসেছিলে মোর জীবনে,
জানি না কবে যাবে ফিরি আপন নীড়ে।।।।।
অভিশাপ
Read more Read more
1 thought on “অভিশাপ আশিক মাহমুদ”
Comments are closed.