আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস

আদর্শ গ্যাসআদর্শ গ্যাস (Ideal Gas):

যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সুত্রসমূহ(বয়েলের সুত্র ,চালসের সুত্র,অ্যাভোগেড্রোর সুত্র ইত্যাদি)মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে।বাস্তবে কোন এ ধরনের  কোনো গ্যাস নেই অর্থাৎ কোনো গ্যাসই যথাযথভাবে গ্যাসের সুত্র মেনে চলে না । এটি একটি কাল্পনিক ধারণা মাত্র।

আদর্শ গ্যাসের নিণায়ক সুত্র হলো PV=nRT

এখানে ,

P হলো চাপ 

V হলো আয়তন

n হলো মোল

R হলো সার্বজনীন ধ্রুবক

T হলো তাপমাত্রা

বাস্তব গ্যাস (Real Gass)

যেসকল গ্যাস আদর্শ গ্যাসের আচরণ অথাৎ গ্যাসের সুত্রসমূহ মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে ।O2,N2,H2,CO2 এ সকল পরিচিতি সকলই  মুলত বাস্তব গ্যাস । কিন্তু বাস্তব গ্যাসসমূহ নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে।

আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য 

 

আদর্শ গ্যাস বাস্তব গ্যাস
১. সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র PV = nRT সমীকরণ মেনে চলে। ১. গ্যাসীয় সূত্র PV=nRT সমীকরণ মেনে চলে না। তবে খুব নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় তারা গ্যাসীয় সূত্র PV = nRT সমীকরণ আংশিক ভাবে মেনে চলে।
২.প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। ২. প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ হলো বাস্তব গ্যাস।
৩.আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। ৩. বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না।
৪.আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান সর্বদা 1 হয়। ৪.বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান 1 অপেক্ষা কম বা বেশি হয়।
৫.আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। ৫. বাস্তব প্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে।

Read more :ওজোন স্তর কি কিভাবে ক্ষয় হয়

Leave a Comment