বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি একটি সিস্টেমের মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে এটিই হলো একক ভর্তি পরীক্ষা পদ্ধতি। বিগত বছরগুলোতে কিছু পাবলিক ইউনিভার্সিটি নিজস্বভাবে ভর্তি পরীক্ষারে অংশগ্রহণের মাধ্যমে তাদের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনা করে । আর বাকি ২৪ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনা করেন। একক ভর্তি পরীক্ষায় সকল ইউনিভার্সিটি একসাথে একই দিনে একই প্রশ্নে সকল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে থাকবে । এভাবে শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমবে ।
একক ভর্তি পরীক্ষার বর্তমান কার্যক্রম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সকল বিশ্ববিদ্যালয়ের একসাথে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য একটি খসড়া প্রণয়ন করেন। একক ভর্তি পরিচালনার জন্য একটি সদস্য ভিত্তিক বোর্ড গঠন করা হয়েছে।এই বোর্ড থেকে একটি খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে তারপর শিক্ষা মন্ত্রণালয়য়ের বিভিন্ন যাচাই বাছাই করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে এই খসড়াটি রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করা হয় । রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুমেদের পর একটি প্রস্তাব হিসাবে খসড়াটি প্রকাশিত। তারপর একক ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
কিভাবে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
সকল বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পদ্ধতির আওতায় তিনটি বিভাগে যথাক্রমে বিজ্ঞান, মানবিক এবং বিভাগে আলাদা আলাদা ভাবে পরীক্ষা নিবে। তারপর প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের একটি স্কোর প্রদান করা হবে । সকল বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পর শিক্ষার্থীরা আবেদনের মাধ্যমে একটি সিট নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাছাড়া সকল বিশ্ববিদ্যালয় বিভাগে পরিবর্তনের সুযোগ দিবে শিক্ষার্থীদের এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করতে পারবে।
সেকেন্ড টাইমার
একক ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমদের সুযোগ দেয়া হবে। পরীক্ষা এক সাথে অনুষ্ঠিত হলেও সেকেন্ড টাইমারদের জন্য কিছু কিছু বিশ্ববিদ্যালয় বিশেষ শত জুড়ে দিবে। আবার কিছু বিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডিজিটাল বিদ্যালয় সেকেন্ড টাইমারদের সুযোগ দিবে না। তবে পরবর্তীতে এটি বিবেচনায় নিতে পারে উপযুক্ত কর্তৃপক্ষ।
প্রিলি নাকি লিখিত ভতি পরীক্ষা হবে
বিগত বছরগুলোতে ঢাবি,জবি,রাবি ও চবিতে লিখিত পরীক্ষা ছিল । বর্তমান শুধু ঢাবিতে প্রিলি এবং লিখিত দুটোই রয়েছে। যেহেতু সকল বিশ্ববিদ্যালয় একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে সুতরাং MCQ পদ্ধতিতেই পরীক্ষা হবে।
বিশেষ পরীক্ষা কি আলাদা ভাবে হবে কি
একক ভর্তি সম্পন্ন হবার পর কিছু বিশেষ শাখায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে । কলা ,নাট্য , স্থাপত্য ইত্যাদিতে বিশেষ পরীক্ষার ব্যবস্থা রাখবে বিশ্ববিদ্যালয় সমূহ।
সাধারণ জিজ্ঞাসা
১.সকল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে?
উঃ হ্যাঁ, সকল বিশ্ববিদ্যালয় থাকবে।
২. সেকেন্ড টাইমার কি থাকবে?
উঃ হ্যাঁ, সেকেন্ড টাইমার থাকবে।
৩.২০২৩-২৪ সেশনে কি অনুষ্ঠিত হবে?
উঃ হ্যাঁ, এবার থেকেই কার্যকর।
৪.পরীক্ষা কি লিখিত হবে নাকি MCQ?
উঃ MCQ
৫.বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে কি?
উঃ অবশ্যই বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে