একটা প্রেমের গান লিখেছি লিরিক্স

একটা প্রেমের গান লিখেছি লিরিক্স

একটা প্রেমের গান লিখেছি গানটি দেবের পাগলু২ সিনেমার একটি জনপ্রিয় গান নিচে এই একটা প্রেমের গান লিখেছি লিরিক্স দেয়া হলো-

একটা প্রেমের গান লিখেছি লিরিক্স

একটা প্রেমের গান লিখেছি

আর তাতে তোর নাম লিখেছি

মাঝ রাতে বদনাম হয়েছে মন

যেই না চোখের ইচ্ছে হলো

তোর পাড়াতেই থাকতে গেল

ডাক নামে তোর ডাকতে গেল মন

কি করি এমন অসুখে

জমেছে মরণ এ বুকে

হো একটা প্রেমের গান লিখেছি

আর তাতে তোর নাম লিখেছি

মাঝ রাতে বদনাম হয়েছে মন

কি করি এমন অসুখে

জমেছে মরণ এ বুকে

হো একটা প্রেমের গান লিখেছি

আর তাতে তোর নাম লিখেছি

মাঝ রাতে বদনাম হয়েছে মন

আরো পড়ুনঃ সময় যখন মরুর ঝড়ে লিরিক্স

কি করি এমন অসুখে

হো জমেছে মরণ এ বুকে

যা চাওয়ার চেয়ে নে

যা পাওয়ার নিয়ে নে

যা হওয়ার হয়ে নে আজকে

এ দিন বেসামাল

তোর স্বস্তি নাজেহাল

দেখে কষ্ট হলো কাল ঝড় টাকে

হো তাই তো প্রেমের গান লিখেছি

আর তাতে তোর নাম লিখেছি

মাঝ রাতে বদনাম হয়েছে মন

যেই না চোখের ইচ্ছে হলো

তোর পাড়াতেই থাকতে গেল

ডাক নামে তোর ডাকতে গেল মন

কি করি এমন অসুখে

জমেছে মরণ এ বুকে

যা বলার বলে যা

যা করার করে যা

যা ভাবার ভেবে যা আমাকে

এই মনের কারণে

যাই হাজার বারণে

চাই হাওয়ায় উড়াতে ইচ্ছে টাকে

হো তাই তো প্রেমের গান লিখেছি

আর তাতে তোর নাম লিখেছি

মাঝ রাতে বদনাম হয়েছে মন

যেই না চোখের ইচ্ছে হলো

তোর পাড়াতেই থাকতে গেল

ডাক নামে তোর ডাকতে গেলো মন

উপসংহার,

একটা প্রেমের গান লিখেছি লিরিক্স পোস্টটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।

Leave a Comment