ইতিমধ্যে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার জিএসটি ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন। এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করেছে ১ লাখ ৪৯ হাজার ৩৮৯ জন। অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০০৮ জন। পাশ করেছে ৫০হাজার ৭০৬০ জন। ফেল করেছে প্রায় ৯২ হাজার ৫৭৭ জন।
আমরা আজকে বিস্তারিত আলোচনা করব কত মার্ক পেলে তুমি ভালো একটি বিশ্ববিদ্যালয় চান্স পাবা। কত পেলে গুচ্ছে চান্স হবে ২০২৪। এবার জিএসটি ভর্তি পরীক্ষার সর্বনিম্ন কাট মার্ক কত হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
গুচ্ছ এ ইউনিট ফলাফল বিশ্লেষণ ২০২৪
এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেয়েছে ৭৭.২৫ । গুচ্ছে ৭৫+ পেয়েছে ২ জন ; ৭০+ পেয়েছে ৪ জন ;৬০+ পেয়েছে ৮৪ জন ;৫৫+ পেয়েছে ৪১৬ জন ;৫০+ পেয়েছে ২০০০ জন ;৪০+ পেয়েছে ১৬০০০ জন;৩৫+ পেয়েছে ৩১০০০
আমরা ফলাফলটি কে যদি লক্ষ্য করি তাহলে ৩৫ + পেয়েছে ৩১ হাজার শিক্ষার্থী। এবার জিএসটি ভর্তি পরীক্ষায় এই ইউনিটে সিট রয়েছে ১৩২১৩ টি সাথে বিভাগ পরিবর্তনের কিছু সিট থাকতেছে।
আরো পড়ুন:গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন
পছন্দের সাবজেক্ট কত মার্ক লাগবে
গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাদের স্কোর ৪৫ +রয়েছে। তারা একাধিক বিশ্ববিদ্যালয় এবং পছন্দ অনুযায়ী সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। ৪৫ + পেয়েছে এবার ৬৭১৬ জন যৌথ ভূত চাই এবার রয়েছে ১৩ ২১৩ টি সেই হিসেবে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে অবশ্যই সে তার পছন্দের সাবজেক্ট পাবে।
যে কোন একটি সাবজেক্ট পেতে কত মার্ক লাগবে
গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ সালের ফলাফল অনুযায়ী
৪০+ মার্ক পেলে পেয়েছে ১৬০০০ । আরে ১৬ হাজার মেরিত পজিশনের মধ্যে যারা যে কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবে তারা প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পেয়ে যাবে ইনশাল্লাহ।
তবে যাদের মার্ক ৩৭ থেকে ৪০ এর মধ্যে রয়েছে তারাও কিছু কিছু সাবজেক্ট পেয়ে যাবে । তাছাড়া যাদের মেরিড পজিশন ২২ হাজার বা তার উপরে রয়েছে তারাও সাবজেক্ট পাবে। কারণ যারা ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় বুয়েট কিম্বা ইঞ্জিনিয়ারিং গুচ্ছে ইতিপূর্বে চান্স পেয়ে আছে তারা তো বেশিভাগ আবেদন করবে না। সেক্ষেত্রে অনেক দৌড় পর্যন্ত মেরিট লিস্ট যেতে পারে। তবে কোটাধারী শিক্ষার্থীদের শুধু পাশ করলেই তারা সাবজেক্ট পাবে।
এবার সর্বোচ্চ কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে
ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে, এবার শিক্ষার্থীরা অনেক পরিমাণ ফেল করেছে। এবং নম্বর মোটামুটি সবাই খারাপ তুলেছে আগের বছরগুলোর তুলনায় এবারে মেরিট পজিশন অনেক দূর পর্যন্ত যাবে। আশা করা যায় পঁচিশ হাজার পর্যন্ত কিংবা ২৭ হাজার এর মধ্যে যারা রয়েছে তারা সবাই সাবজেক্ট পাবে।
FAQ
কত পেলে গুচ্ছে চান্স হবে ২০২৪
৩৫-৩৭
গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪ এর এ ইউনিটে মোট সিট সংখ্যা কত?
১৩২১৩ টি
1 thought on “কত পেলে গুচ্ছে চান্স হবে ২০২৪”
Comments are closed.