কোন দল কতবার বিপিএল জিতেছে ২০২৪

0
(0)
কোন দল কতবার বিপিএল জিতেছে ;কোন দল কতবার বিপিএল জিতেছে ২০২৪
কোন দল কতবার বিপিএল জিতেছে

কোন দল কতবার বিপিএল জিতেছে 

বিজয়ী দলের নাম ট্রফির সংখ্যা বিজয়ের বছর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫
২০১৯
২০২২
২০২৩
ঢাকা ডায়নামাইটস ২০১২
২০১৩
২০১৪
ফরচুন বরিশাল ২০২৪
রাজশাহী রয়্যালস ২০২০
রংপুর রাইডার্স ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটের আসর । আইপিএলের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) এই আসরটি চালু করেন ২০১২ সালে । ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট বিপিএলের ১০ টি আসর অনুষ্ঠিত হয়েছে। ৭টি ফ্র্যাঞ্চাইজিক দল নিয়ে মূলত বিপিএল অনুষ্ঠিত হয়। সাতটি দলে  কয়েকটি ম্যাচ খেলার পরে চারটি দল সেমি-ফাইনাল এবং দুটি দল ফাইনাল খেলার সুযোগ পায় । এটি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল লীগ। চলুন এবার আমরা জেনে নিই কোন দল কতবার বিপিএল চ্যাম্পিয়ান হয়েছে-

বিপিএল দশম আসর ২০২৪

বিজয়ী দল : ফরচুন বরিশাল

জয় :ফরচুন বরিশাল ৬ উইকেটে জয়ী

রানার্স-আপ:কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএল নবম  আসর ২০২৩

বিজয়ী দল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রানার্স-আপ দল : সিলেট স্ট্রাইকার্স

জয়: সাত উইকেটে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএল অষ্টম  আসর ২০২২

বিজয়ী দল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রানার্স-আপ দল : ফরচুন বরিশাল

জয়: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী

বিপিএল সপ্তম আসর ২০২০

বিজয়ী দল: রাজশাহী রয়্যালস

রানার্স-আপ দল : খুলনা টাইগার্স

জয়: ২১ রানে জয় পেয়েছে রাজশাহী রয়্যালস

বিপিএল ষষ্ঠ  আসর ২০১৯

বিজয়ী দল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রানার্স-আপ দল : ঢাকা ডায়নামাইটস

জয়: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ রানে জয়ী

বিপিএল পঞ্চম আসর ২০১৭

বিজয়ী দল: রংপুর রাইডার্স

রানার্স-আপ দল : ঢাকা ডায়নামাইটস

জয়: রংপুর রাইডার্স জিতেছে ৫৭ রানে

বিপিএল চতুর্থ আসর ২০১৬

বিজয়ী দল: ঢাকা ডায়নামাইটস

রানার্স-আপ দল : রাজশাহী কিংস

জয়: ঢাকা ডায়নামাইটস জিতেছে ৫৬ রানে

বিপিএল তৃতীয় আসর ২০১৫

বিজয়ী দল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রানার্স-আপ দল: বরিশাল বুলস

জয়: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে জয়ী

বিপিএল দ্বিতীয় আসর ২০১৩

বিজয়ী দল:ঢাকা গ্ল্যাডিয়েটর্স

রানার্স-আপ দল:চিটাগং কিংস

জয়:ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৪৩ রানে জিতেছে

বিপিএল প্রথম আসর ২০১২

বিজয়ী দল:ঢাকা গ্ল্যাডিয়েটর্স

রানার্স- আপ দল: বরিশাল বার্নার্স

জয় :ঢাকা গ্ল্যাডিয়েটরস ৮ উইকেটে জয়ী

FAQ

১.বিপিএলে সর্বোচ্চ উইকেট কার ২০২৪?

উঃ শরিফুল ইসলাম(১৮ উইকেট)।

২.বিপিএলে সর্বোচ্চ রান কার ২০২৪

উঃ তামিম ইকবাল ।

৩.বিপিএল সর্বোচ্চ রানের মালিক কে?

উঃ তামিম ইকবাল(১৮২৫ রান)।

৪.বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি কত?

উঃ ২ কোটি টাকা।

৫.সবচেয়ে বেশি বিপিএল জিতেছে ?

উঃ কুমিল্লা ভিক্টোরিয়া।

৬. সবচেয়ে বেশি বিপিএল ফাইনাল হেরেছে?

উঃ ফরচুন বরিশাল ।

আরো পড়ুন :ক্রিকেট বিশ্বকাপ কে কতবার শিরোপা জিতেছে? বিজয়ী দলের তালিকা

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

25-Second Timer
25
Code not found, visit another post.