কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে ২০২৪

0
(0)

কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে ২০২৪,অলিম্পিক পদক,অলিম্পিক পদক 2024

কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে তা জানার আগ্রহ আমাদের অনেকের রয়েছে। ৩৩তম অলিম্পিক গেমসের আসর ২০২৪ সালে  ফ্রান্সের প্যারিস অনুষ্ঠিত হচ্ছে। অলিম্পিকার প্রায় ১০৫০০ জন অংশগ্রহণকারী রয়েছে। ৩২৯ টি ইভেন্টে মাধ্যমে অংশগ্রহণকারীদের চুড়ান্ত ফলাফল প্রদান করা হবে । ২৬ শে জুলাই থেকে ১১ই আগষ্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা শেষে চুড়ান্ত ফলাফল জানা যাবে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে তা নিয়ে।

কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে

১.যুক্তরাষ্ট্র:অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জেতা একমাত্র দেশ হলো এটি। তারা প্রায় ৩১০৫ টি পদক জিততে। এর মধ্যে স্বর্ণপদক রয়েছে ১২২৯ টি , রৌপ্যপদক ১০০ টি এবং ব্রোঞ্জপদক ৮৭৬টি জিতেছে। অলিম্পিক গেমস প্যারিস ২০২৪ এর টেবিলে দিকে তাকালে দেখা যাবে ৩ এপ্রিলে যুক্তরাষ্ট্র মোট ৪৩ টি পদক অর্জন করেছে এর মধ্যে ৯টি স্বর্ণপদক,১৮টি রৌপ্যপদক এবং ১৬টি ব্রোঞ্জপদক । এখন পর্যন্ত প্যারিসে পদকের দিক থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র।
২.সোভিয়েত ইউনিয়ন: অলিম্পিকে পদকের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সোভিয়েত ইউনিয়ন । সোভিয়েত ইউনিয়নের মোট পদক ১২০৪ টি এর মধ্যে ৪৭৩টি স্বর্ণপদক,৩৭৬টি রৌপ্যপদক এবং ৩৫৫ টি ব্রোঞ্জপদক রয়েছে।
৩.জার্মানি: অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে জার্মানির অবস্থা ৩য়। জার্মানির মোট পদক ১২১১টি। এর এর মধ্যে ৩৮৪ টি স্বর্ণপদক,৪১৯টি রৌপ্যপদক এবং ৪০৪টি ব্রোঞ্জপদক রয়েছে।
৪.চীন: অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে চীনের অবস্থান চতুর্থ তাদের মোট অলিম্পিক পদক সংখ্যা ৯০০ টি। এর মধ্যে ৩৮৪ টি স্বর্ণপদক,২৮১ টি রৌপ্যপদক এবং ২৩৫ টি ব্রোঞ্জপদক রয়েছে। তাছাড়া অলিম্পিক গেমস প্যারিস ২০২৪ এ ৩ আগষ্ট পর্যন্ত চীন ৩১ টি পদক জিতেছে।
৫.যুক্তরাজ্য: অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান পঞ্চম তাদের মোট অলিম্পিক পদক সংখ্যা ১০৩৫ টি। এর মধ্যে ৩২৫ টি স্বর্ণপদক,৩৫১টি রৌপ্যপদক এবং ৩৫৯টি ব্রোঞ্জপদক রয়েছে। তাছাড়া অলিম্পিক গেমস প্যারিস ২০২৪ এ ৩ আগষ্ট পর্যন্ত চীন ৩১ টি পদক জিতেছে।

আরো জানুন 

৬.ফ্রান্স:অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ তাদের মোট অলিম্পিক পদক সংখ্যা ১০৪০ টি। এর মধ্যে ৩১২ টি স্বর্ণপদক,৩৩৬ টি রৌপ্যপদক এবং ৩৯২ টি ব্রোঞ্জপদক রয়েছে।
৭.ইতালি:অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান সপ্তম তাদের মোট অলিম্পিক পদক সংখ্যা ৮৮৫ টি। এর মধ্যে ২৯৯ টি স্বর্ণপদক,২৭৮ টি রৌপ্যপদক এবং ৩০৮ টি ব্রোঞ্জপদক রয়েছে।
৮.রাশিয়া:অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান অষ্টম তাদের মোট অলিম্পিক পদক সংখ্যা ৭৭৯ টি। এর মধ্যে ২৯০ টি স্বর্ণপদক,২৪৩ টি রৌপ্যপদক এবং ২৪৬ টি ব্রোঞ্জপদক রয়েছে।
৯.সুইডেন:অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান নবম তাদের মোট অলিম্পিক পদক সংখ্যা ৭৪০ টি। এর মধ্যে ২৩৩ টি স্বর্ণপদক,২৪৫ টি রৌপ্যপদক এবং ২৬২ টি ব্রোঞ্জপদক রয়েছে।
১০.জাপান:অলিম্পিকে পদক জয়ের ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান দশম তাদের মোট অলিম্পিক পদক সংখ্যা ৬৯০ টি। এর মধ্যে ২২৯ টি স্বর্ণপদক, ২২০ টি রৌপ্যপদক এবং ২৪১ টি ব্রোঞ্জপদক রয়েছে।

উপসংহার 

উপরোক্ত তালিকাটি ranking এর ক্ষেত্রে স্বর্ণপদককে গুরুত্ব দেয়া হয়েছে । অনেক সময় মোট পদক বেশি হওয়ার কারণেও ranking এ পিছিয়ে রয়েছে এটির কারনে। এই পোস্টটি লিখতে সহযোগিতা নেয়া হয়েছে এই দুটি ওয়েবসাইটের

olympedia.org,

wikipedia.org

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

1 thought on “কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে ২০২৪”

Comments are closed.

25-Second Timer
25
Code not found, visit another post.