চ্যাম্পিয়নস লিগের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ৩৬ টি দলের অংশগ্রহণে মাধ্যমে এবার হতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। পূর্বে ৩২ দল থাকলেও এখন থেকে ৩৬ টি দলের অংশগ্রহণে মাধ্যমে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসরটি। গ্রুপ পর্ব আর থাকতেছে না। চারটি পটে ৯ করে মোট ৩৬ টি ক্লাব নিজেদের পটের ক্লাবগুলোর সাথে ৮ টি করে ম্যাচ খেলবে। ৮টি ম্যাচ খেলার মধ্যে দিয়ে ৪টি পটের ৩৬ ক্লাবের একটি লিগের মতো তালিকা তৈরি করা হবে। এই তালিকায় শীর্ষে ৮টি ক্লাব সরাসরি শেষ ষোল এ উত্তীর্ণ হবে। তালিকাটির ৯ থেকে ২৪ নম্বরে থাকা ক্লাবগুলোর নিজের মধ্যে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলার মাধ্যমে শেষ ষোল নিশ্চিত করবে। বাকি ২৫-৩৬ ক্লাবগুলো বাদ পড়বে।
পূর্বে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে একই ক্লাবের সাথে দুটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচের সিস্টেম থাকলেও বর্তমানে তা বদলে গিয়েছে। ইউয়েফা এবার নির্দিষ্ট করে দিয়েছে পূর্বের ভেন্যু সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে।
চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়মের কারণে যা হবে-
বড় ক্লাবগুলোর আর্থিক লাভ: বড় ক্লাবগুলো আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, যা তাদের আয়ের সম্ভাবনা বাড়াবে। স্পন্সরশিপ, টেলিভিশন সম্প্রচার, এবং টিকিট বিক্রি থেকে তারা আরো বেশি আয় করতে পারবে।
প্রতিযোগিতার মান উন্নয়ন: নিয়ম পরিবর্তনের ফলে প্রতিযোগিতার মান আরো উন্নত হতে পারে, যা দর্শকদের আকর্ষণ বাড়াবে। এটি ইউরোপিয়ান ফুটবলের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে সহায়তা করবে।
নতুন নিয়মে বড় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়তে পারে, কিন্তু ছোট দলগুলোর জন্য কোয়ালিফাই করা বা চ্যাম্পিয়ন হওয়া আরও কঠিন হতে পারে। ফলে ছোট দলগুলোর উপর প্রভাব পড়তে পারে।
আরো জানুন;
1 thought on “চ্যাম্পিয়নস লিগের নতুন নিয়ম ২০২৪”
Comments are closed.