ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫৪ তম ব্যক্তি হিসাবে বিশেষ এই ডিগ্রি পেলেন জাতির পিতা।
ঢাবির বিশেষ সমাবর্তনে রবিবার ২৯ অক্টোবর ১১ টা ৫৮ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত আয়োজনে এ ডিগ্রি প্রদান করা হয়। বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ডিগ্রি প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।
ডিগ্রি গ্রহণের পক্ষে সাক্ষর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী এ সাক্ষর গ্রহণ করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী দিপু মনি সাধারণ শিক্ষার্থী সহ ঢাবি প্রতিষ্ঠানিক ব্যাক্তিত্ব।
ডক্টর অব লজ ডিগ্রির অর্থ হল একজন ব্যক্তিকে “লজের একজন ডক্টর” হিসাবে বিবেচনা করা হয়। লজ হল একটি ঐতিহ্যবাহী সংগঠন যা শিক্ষা, গবেষণা, বা সামাজিক সেবা ক্ষেত্রে অগ্রগতির জন্য নিবেদিত।
বাংলাদেশে, অনেক বিশ্ববিদ্যালয় এটি প্রদান করে থাকেন।এই ডিগ্রি প্রদানের জন্য, একজন ব্যক্তির অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের অনুমোদন নিতে হবে।