পুরাতন ল্যাপটপ কেনার আগে করনীয়

0
(0)

পুরাতন ল্যাপটপ, পুরাতন ল্যাপটপ কেনার আগে করনীয়, অভিযান, ovizaan, ovizaan.comআমাদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ এর প্রয়োজন হয়। হতে পারে সেটা এডুকেশনাল কিংবা প্রতিষ্ঠানিক কাজে। কিন্তু আমাদের অনেক সময় আমাদের মনের মত ল্যাপটপ বা কম্পিউটার কিনার বাজেট থাকে না। এজন্য আমরা সব সময় প্রয়োজনকে গুরুত্ব দিয়ে অনেক সময় ব্যবহৃত পুরাতন ল্যাপটপ  কিনে থাকি। অন্যের ব্যবহৃত ল্যাপটপ কিভাবে কিনলে কি কি বিষয় যাচাই করে নিলে আপনি জিতবেন আজকে সে বিষয়গুলোর আপনাদেরকে জানাবো।

বডি যাচাই

পুরাতন ল্যাপটপ কেনার আগে অবশ্যই সেই ল্যাপটপে কন্ডিশন কেমন রয়েছে তা জানার জন্য তার বহি আবরণ ভালো করে দেখে নিতে হবে যাতে আমরা সহজে বুঝতে পারি প্রোডাক্টটি কোন মেরামত করা হয়েছে কিনা কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা কোন জায়গা বিকৃত হয়েছে কিনা। এ সকল বিষয়ে ভালোভাবে দেখে নিতে হবে।

ইউএসবি পোর্ট যাচাই

ল্যাপটপে অনেকগুলো পোর্ট থাকে। আমাদের উচিত সকল পোর্ট গুলো টেস্ট করে নেওয়া। কোন কোর্ট কাজ করতেছে কোন কোর্ট কাজ করতেছে না তা ভালোভাবে যাচাই করে নিতে হবে। পরবর্তীতে কোন সমস্যা হলে তখন সমাধান করা যাবে না এজন্য পূর্বেই এগুলো যাচাই করে নিতে হবে। আর চার্জিং পোর্ট দিয়ে অবশ্যই ল্যাপটপে চার্জিং টেস্ট করে দিতে হবে।

কি -বোর্ড টেস্ট

প্রতিটা ল্যাপটপের সাথে কিবোর্ড যুক্ত করা থাকে। আমাদের প্রতিটা কিবোর্ডের বাটাম চেপে দেখতে হবে। এজন্য কিছু ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে যেমন:https://www.iobit.com/en/keyboard-test.php
প্রতিটা অক্ষরের মিল ঠিক আছে কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে। আর যদি কোন বাটন কাজ না করে তাও জেনে নিতে হবে।

টাচপ্যাড অথবা টাচ স্ক্রিন টেস্ট

প্রতিটা ল্যাপটপের সাথে টাচপ্যাড যুক্ত থাকে। আবার বর্তমান সময়ের আধুনিক ল্যাপটপগুলোতে টাচ স্ক্রিন থাকে। এ টাচপ্যাড অথবা টাচ স্ক্রিন সঠিকভাবে কাজ করতেছি কিনা তা অবশ্যই যাচাই করে নিতে হবে।

ক্যামেরা চেক

আমরা যেহেতু ল্যাপটপ ব্যবহার করে আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজ পরিচালনা করব এজন্য সচরাচর আমাদের বিভিন্ন সময় ভিডিও কনফারেন্স করতে হয়। সেজন্য ল্যাপটপ কিনার আগে অবশ্যই আমাদের ওয়েব ক্যামেরা চেক করে নিতে হবে।

ডিসপ্লে চেক

একটি ল্যাপটপের জন্য ডিসপ্লে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডিসপ্লের মধ্যে কোন দাগ থাকলে তা অবশ্য চিহ্নিত করতে হবে। তাছাড়া কালার টেস্টিং এর জন্য কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে

যেমন:https://www.ledr.com/colours/multi.htm

প্রতিটা কালার চেক করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ল্যাপটপটি সিলেক্ট করব।

সাউন্ড চেক

আমরা অবশ্যই ল্যাপটপে কিছু ভিডিও এবং অডিও প্লে করে দেখবো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। স্পিকার চেক করতে হবে যদি সাউন্ডের কোন সমস্যা হয় তাহলে আমরা সেটি পরিহার করব। তাছাড়া কিছু হার্ডওয়ার এর সাউন্ড থাকতে পারে তা অবশ্যই জেনে নেব সে কি নরমাল নাকি এবনরমাল।

ব্যাটারি হেলথ চেক

ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাটারী। ব্যাটারি ভালো না হলে সব কিছু যতই ভালো হোক না কেন বেশি সময় ধরে তা ব্যবহার করা যায় না । এজন্য ব্যাটারি হেল্প চেক করে নিতে হবে।যদি ব্যাটারি হেল্প ৮০ থেকে ৯০% থাকে তাহলে অনায়াসে সেই ল্যাপটপটি নেওয়া যায়।open cms run and type powercfg /batteryreport Then Enter find a link and open it this pc.find your laptop all battery information.

লাইসেন্স চেক

কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ এবং সফটওয়্যার এর লাইসেন্স হয়েছে কিনা তা যাচাই করবেন। মূলত ফ্রী উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোন লাইসেন্স থাকেনা। পরবর্তীতে পরিবর্তন করা যায়

ল্যাপটপের বয়স চেক করুন

এজন্য আপনার ল্যাপটপের সিস্টেম ইনফরমেশন থেকে নির্দিষ্ট সিরিয়াল নাম্বার কপি করে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার ল্যাপটপের “ব্র্যান্ড সাপোর্ট” লিখে সার্চ করুন। তারপর কাঙ্খিত ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সার্চ বারে সিরিয়াল নাম্বার পেষ্ট করে সার্চ দিন আপনার ল্যাপটপের সকল ইনফরমেশন পেয়ে যাবেন কবে চালু হয়েছে এবং কতদিন ব্যবহৃত হয়েছে।

পুরাতন ল্যাপটপ কেনার আগে করনীয়, পুরাতন ল্যাপটপের সুবিধা, অভিযান, ovizaan, ovizaan.com; অভিযান

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “পুরাতন ল্যাপটপ কেনার আগে করনীয়”

  1. I strongly recommend steer clear of this platform. My own encounter with it has been only disappointment along with doubts about fraudulent activities. Exercise extreme caution, or better yet, seek out an honest site to fulfill your requirements.

    Reply

Leave a Comment