বন্ধু নেই আশিক মাহমুদ

 বন্ধু নেই

আপনি যা জানবেন

বন্ধু নেই আশিক মাহমুদ
আশিক মাহমুদ

এই পৃথিবীতে আমার কোন বন্ধু নেই

জানি বন্ধু কখনো হবে না

গোলাকার পৃথিবী চক্রাকারে আবর্তন করে

কখনো কোন বন্ধুত্ব হয় নি

সে আশায়ও থাকিও না

সেই কোলাহল মূখর আড্ডা

কখনো গল্পগূজবে মত্তও হতে পারি নি

আমার কখনো সেই সৌভাগ্যও হয় নি,

বন্ধত্বের মায়ায় জড়িয়ে যাওয়া

লোকজন মাঝে মাজে বলে আমি নাকি

কাহারো সাথে মিশি না।

তাহারা কখনো এটা জানে নি

কেহ আমার তরে মিশিতে চাইতো না

কখনো বা তাহাদের জিজ্ঞাসা করা হয় নি

শুধু গোপন ব‍্যাথায় নিজের ভেতর কাতর

সেবার কেহ একজন বলেছিল,

আমার সনে সে বন্ধুত্ব করবে,

তব মন তাহার তরে হয়েছিল ব‍‍্যাকুল

সেও ছেড়ে গেছে আমায়।

একবার বিশেষ একজনের সাথে কথা হলো

সেও বলেছিল অনন্তকালের বন্ধু আমার

সেও ছেড়ে গেছে আমায়

তবুও আমি তাহাদের রেখেছি ভগ্নহৃদয়ে

দুঃখব‍্যাথা বেদনায় সীক্ত মন নিয়ে লিখতে বসেছী কাব‍্য,

ধুর বোকা তকে দিয়ে হবে না
সত‍্যি তোমাদের কোলাহল মূখর পৃথিবীতে হবে না আমার

 

প্রেম ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক

আমি সবার জন‍্য করেছি অপেক্ষা

বন্ধুর জন‍্য অপেক্ষা করেছি

যদি কেহ কোনদিন আসে?

এমনকি পেমিকার জন‍্যও অপেক্ষা করেছি

যদি কোনদিন কেহ জীবনে আসে

শুধু পেয়েছি উপেক্ষা।

এই ভগ্নহৃদয় ধুসর মুরূভূমি কুয়াচ্ছন্ন

কেহ আমার দিকে করুনার চোখে তাকায়।

পেয়েছী করোণা ভালোবাসা।

পাইনি বন্ধু, এমনকি প্রেমিকাও পায়নি

তাই বেদনায় সিক্ত হয়ে আজ

ছিটকে পড়েছি তোমাদের দুনিয়া থেকে

কোন দিন কোন কালে হবে না আমার বন্ধু,প্রেম

তব হায় বিরহ বসন্ত নিয়ে থাকি

আপন মনে