বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২৪

0
(0)

ধর্মপ্রাণ মুসলিমদের কাছে মসজিদ একটি গুরুত্বপূর্ণ স্থান বাংলাদেশের প্রায় ৯০% মানুষ মুসলিম হওয়ার কারণে প্রচুর পরিমাণে মসজিদ বর্তমান বাংলাদেশে প্রায় ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ।এর মধ্যে ঢাকা শহরেই ২ লাখ মসজিদ রয়েছে। এজন্য ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এছাড়া আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে মসজিদ রয়েছে ৩ লাখের অধিক। 

বাংলাদেশের মসজিদের সংখ্যা , বাংলাদেশে কতটি মসজিদ রয়েছে, বাংলাদেশের মসজিদের সংখ্যা 2024; অভিযান; ovizaan.com বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২৪

কোন বিভাগ কতটি মসজিদ রয়েছে

বিভাগ মসজিদের সংখ্যা
ঢাকা ২৬,৭২৫
রাজশাহী ১১,০০০
চট্টগ্রাম ১৬,৮৫০
সিলেট ৬,৭০০
ময়মনসিংহ ৫,২০০
বরিশাল ৮,৩৩১
রংপুর ৭,৫০০
খুলনা ১২,৯০০

বাংলাদেশ বিখ্যাত কিছু মসজিদ

নাম অবস্থান
ষাটগম্বুজ মসজিদ বাগেরহাট
কুসুম্বা মসজিদ মান্দা, নওগাঁ
বাঘা মসজিদ রাজশাহী
তারা মসজিদ আরমানিটোলা, ঢাকা
সাত গম্বুজ মসজিদ মোহাম্মদপুর, ঢাকা
বিনত বিবির মসজিদ ঢাকা (নারিন্দা)
ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ
আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম
লালবাগ দুর্গা মসজিদ লালবাগ, ঢাকা
কসবা মসজিদ গৌরনদী, বরিশাল
চক শাহি মসজিদ ঢাকা
লালদীঘি( নয় গম্বুজ )মসজিদ রংপুর

মসজিদ সংক্রান্ত কিছু তথ্য 

বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২৪

উত্তর: প্রায় ৩ লাখ ৩১ হাজার ১২৫টি

কোন বিভাগে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে?

উত্তর: রাজধানী ঢাকাতে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে।

ঢাকাতে মসজিদের সংখ্যা ২৬,৭২৫ টি।

কোন বিভাগে সবচেয়ে কম মসজিদ রয়েছে?

উত্তর: ময়মনসিংহ বিভাগ এ সবচেয়ে কম মসজিদ রয়েছে। ময়মনসিংহ এ মসজিদের সংখ্যা ৫,২০০ টি

আরো জানুন;

সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে ২০২৪

বাংলাদেশের ৬৪ জেলার পূর্বনাম

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২৪”

Leave a Comment