বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ীদের তালিকা ২০২২-১৯৮২

5
(1)

বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কে দেওয়া হয় গোল্ডেন বুট পুরস্কারটি। শুরুতে ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট দেওয়ার প্রচলন ছিল না। তবে ১৮৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়।বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ীদের তালিকা ২০২২-১৯৮২  

বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ীদের তালিকা ২০২২-১৯৮২

সাল খেলোয়াড় গোল দেশ
২০২২ কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স
২০১৮ হ্যারি কেইন ইংল্যান্ড
২০১৪ হামেস রুদ্রিগেজ কলম্বিয়া
২০১০ থমাস মুলার জার্মানি
২০০৬ মিরোস্লোভ ক্লোজ জার্মানি
২০০২ রোনালদো ব্রাজিল
১৯৯৮ ডেভর সুকার ক্রোয়েশিয়া
১৯৯৪ ওলেগ সালেস্কো রাশিয়া
১৯৯৪ রিস্টো স্টইচকভ বুলগেরিয়া
১৯৯০ সালভাতর শিলাচি ইতালি
১৯৮৬ গ্যারি লিনেকার ইংল্যান্ড
১৯৮২ পাওলো রুসি ইতালি

২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসিকে সরিয়ে গোল্ডেন বুট নিজের করে নেয় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাছাড়াও ১৯৯৪ সালের বিশ্বকাপে যৌথভাবে গোল্ডেন বুট পান রিস্টো স্টইচকভ ও ওলেগ সালেস্কো । তারা দুজনেই ৬ টি করে গোল করেছিলেন।

আরো পড়ুন: কোপা আমেরিকা কে কতবার নিয়েছে ২০২৪

ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে

১৯৮২ সালের পূর্বে এই এওয়ার্ডটি  ফুটবলারদের দেওয়া হতো না । ১৯৮২ সালে পরবর্তী বিশ্বকাপগুলোতে সর্বোচ্চ গোলদাতা কে এই পুরস্কারটি দেওয়া হয় । এটি একটি ফুটবলারের একক পুরস্কার । বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ীদের তালিকা ২০২২-১৯৮ উপরোক্ত তালিকাটি ইন্টারনেট ইউকিপিডিয়া এবং ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। ভুল ত্রুটি মার্জনীয়।

Keyword:বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট ,বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ীদের তালিকা

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.