সাত কলেজ আসন সংখ্যা ২০২৪

0
(0)

ঢাবি অধিভুক্ত সাত কলেজ,সাত কলেজের আসন সংখ্যা ২০২৪

১৭ ই ফেব্রুয়ারি ২০১৭ সালে রাজধানীর সেরা ৭ টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় । তখন থেকেই ভর্তি পরীক্ষা মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে শিক্ষাক্রম পরিচালনা করে আসতেছে ঢাবি কতৃপক্ষ।সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির তথ্য:

ভর্তি পরীক্ষার আবেদন শুরু: ২১ মার্চ ২০২৪
আবেদন শেষ: ২৫ এপ্রিল ২০২৪

পরীক্ষার তারিখ:

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট : ১০ মে ২০২৪, সকাল (১১-১২) টা
ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে : ১১ মে ২০২৪, সকাল (১১-১২) টা
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা : ১৭ মে ২০২৪, সকাল (১১-১২) টা
ঢাকা শহরের সাত কলেজ সহ ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন যোগ্যতা(গত বছর অনুযায়ী):

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট : ৬.০০ পয়েন্ট (চতুর্থ বিষয়সহ)
ব্যবসায় অনুষদের পরীক্ষা হবে : ৬.৫০ পয়েন্ট (চতুর্থ বিষয় সহ)
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা : ৭.০০ পয়েন্ট
(চতুর্থ বিষয় সহ)

আবেদন ফি ৬০০ টাকা (গত বছর অনুযায়ী)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত
সরকারি সাত কলেজ এর আসন সমূহ (গত বছর অনুযায়ী)
বিজ্ঞান ইউনিট: ৮৬১৯ টি
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ৯৯৭৯ টি
বানিজ্য ইউনিট : ৪৮৯২ টি
মোট: ২৩৪৯০ টি আসন

কলেজ ভিত্তিক অনার্সে বিষয়সমূহ ও আসন সংখ্যা:

সরকারি তিতুমীর কলেজ- বিষয় সংখ্যা- ২২ টি, আসন সংখ্যা- ৫৬৮০ টি
ইডেন মহিলা কলেজ- বিষয় সংখ্যা- ২৩ টি, আসন সংখ্যা- ৪৬৮৫ টি
ঢাকা কলেজ- মোট ১৯ টি বিষয় রয়েছে, আসন সংখ্যা- ৩৫১৫ টি
বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ- বিষয় সংখ্যা- ২০ টি, আসন সংখ্যা- ১৩৯৫ টি
সরকারি বাঙলা কলেজ- বিষয় সংখ্যা- ১৮ টি, আসন সংখ্যা- ২৩৬০ টি
কবি নজরুল সরকারি কলেজ- বিষয় সংখ্যা- ১৭ টি, আসন সংখ্যা- ১৮২০ টি
সোহরাওয়ার্দী সরকারি কলেজ- বিষয় সংখ্যা- ১৭ টি, আসন সংখ্যা- ১৫৭০ টি

বি:দ্র: আসন-সংখ্যা কম-বেশি হতে পারে।

এসএসসি ২০১৮-২০২১ এবং ২০২৩ সালের এইচএসসি পাশ কৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আরো জানুন,

কত পেলে গুচ্ছে চান্স হবে ২০২৪

গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন

ঢাবি অধিভুক্ত সাত কলেজ নিয়ে কিছু কমন প্রশ্ন আপনার মনে

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.