সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে

0
(0)
সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে
“সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে” ব্যানারে ঢাকা কলেজের শিক্ষার্থী

 

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আগামী ৭ জুলাই রবিবার ঢাকার সায়েন্স ল্যাবে মিছিলে নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। হাইকোর্ট কোটা বহাল রাখার বিষয়ে প্রতিবাদ স্বরূপ ঢাকা কলেজের শিক্ষার্থীদের এই মিছিলটি অনুষ্ঠিত হয় ।

আনুমানিক দুপুর ১২ টার পর থেকে ঢাকা কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুনের কোটা প্রথা  বাতিলের স্লোগান লিখে সাধারণভাবে মিছিল শুরু করে । আস্তে আস্তে বেলা বাড়তে শুরু করলে দুপুর ২ টায় সমস্ত ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাবের দিকে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে যায়। সায়েন্স ল্যাবের আবার অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই মিছিলে যোগ দিয়ে দাবি আদায়ে পক্ষে অবস্থান নেন । এতে করে সাময়িক কয়েক ঘণ্টা জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে
“সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে” ব্যানারে ঢাকা কলেজের শিক্ষার্থী

দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা । তাদের দাবি মেধা কে গুরুত্ব দেওয়া কোটা প্রথা অবৈধ বলে ঘোষণা করা। স্বাধীন বাংলাদেশে সবাই সমান কোটা প্রথা দিয়ে মেধার অবমূল্যায়ন যেন না হয় এজন্য অবিলম্বে কোটা বাতিলের দাবি তাদের।

বর্তমান বাংলাদেশের কোটার অবস্থা 

বিসিএসে কোটার বিন্যাস

  • মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
  • নারী কোটাঃ ১০%
  • জেলা কোটাঃ ১০%
  • উপজাতি কোটা ৫%
  • প্রতিবন্ধি কোটা ১%

মোটঃ ৫৬% কোটা মাত্র

১ম ও ২য় শ্রেণী নন ক্যাডার জবে কোটার বিন্যাস

  • মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
  • নারী কোটাঃ ১৫%
  • জেলা কোটাঃ ১০%
  • উপজাতি কোটা ৫%
  • প্রতিবন্ধি কোটা ১%

মোটঃ ৬১% কোটা মাত্র

  • ৩য় ও ৪র্থ শ্রেণীর জবে কোটা ৭০% মাত্র 
  • রেলওয়েতে কোটা ৮২% মাত্র।

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার বিন্যাসঃ

  • নারী কোটা ৬০%
  • মুক্তিযোদ্ধা কোটা ৩০%
  • পোষ্য কোটা ৫%
  • প্রতিবন্ধি কোটা ১%

মোটঃ ৯৬% কোটা মাত্র

আরো পড়ুন:নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদে কড়া সমালোচনার জবাব শিক্ষামন্ত্রীর

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

25-Second Timer
25
Code not found, visit another post.