স্বপ্ন ভাঙ্গা কবিতা আশিক মাহমুদ

স্বপ্ন ভাঙ্গা স্বপ্ন ভাঙ্গা কবিতা আশিক মাহমুদ

আপনি যা জানবেন

আশিক মাহমুদ

দেখেছিলাম তীল তীলে গড়া এক স্বপ্ন

ভেঙ্গে হয়েছে আজ দীর্ঘশ্বাস

হতাশাচ্ছন্ন আকাশ পানে তাকিয়ে রই

ভগ্নহৃদয়ে অশ্রুসিক্ত নয়নে ভাবি তারে অভিরত

দীগন্তের পথে শুষ্ক হৃদয়ে তাকিয়ে থাকি।

জীবন আজ হতাশাচ্ছন্ন

জীবন হয়েছে ধুসর মুরুভূমি।

ডানা ভাঙা পাখি আজ হতাশার আকাশ পানে তাকিয়ে

বিব্রত মনে হা হুতাশ করে।

যদি এমন হতো আরেকবার তারে বুকের ভিতর লালন করিতে,

যদি পারিতাম তারে শিকল দিয়ে আটকাতে,

হতো যদি সে আপনার মতো পোষ।

পৃথিবীর যাবতীয় অন্ধকার

শত ক্ষান্ত ব‍্যাথা দূরীসাত করে আসিতাম তাহার তরে।

যদি একবার ফিরে তাকাত আমার পানে,

শত ক্ষত ; শত ক্রান্ত শ্রান্ত দেহে,

বিষন্নতা ভুলে গিয়ে নিতাম তারে।

আপন মনে রাখিতাম শতব‍্যাথা গোপনে।

অবাক পানে আজো তাকিয়ে রই নিভৃতে।

বিরহ বসন্তব‍্যাথা আজ বূকে লয়ে,

ভাবি সদা তাহারে।

পৃথিবীর ক্ষণকালে পেয়েছিলাম সুখ তাহার তরে,

সুখের দীশা পাইনিকো তাহার পরে।

যখন ক্রান্ত পথিক ঠায়ের সন্ধানে ছুটে চলে,

বিকেলে কৃষকেরা ছুটে চলে আপন গৃহে,

শঙ্খচীল ফিরে চলে আপন নীড়ে,

সকল পাখী দিনশেষে ফিরে চলে আপন নীড়ে।

নিশীত রজনীতে সমস্ত পৃথিবী যায় ঘুমিয়ে,

তব মন নি:ষপলক চেয়ে থাকি হতাশার পানে,

স্বপ্নভঙ্গা বিরহবসন্ত নিয়ে বেঁচে থাকি বিরলে।

শুষ্ক হৃদয় দাহ দাহ করে অগ্নিশিখার অনলে।।।।।।