২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে যে ৮ দল

0
(0)

icc champions trophy,icc champions trophy logo , ovizaan,চ্যাম্পিয়ন ট্রফি

নানারকম ঘটন – অঘটনের মধ্যে দিয়ে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হলো। বিশ্বকাপের এই এই মঞ্চে অংশগ্রহণ করেছিল মোট ১৯ টি দল। প্রতিটি ইতিমধ্যেই ৯ টি করে ম্যাচ খেলে ফেলেছে । যেখানে চার দল সুযোগ পাবে সেমিফাইনাল খেলার। সেমিফাইনাল খেলার দলগুলোর হলো ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্টেলিয়া। আগামী ১৯ই নভেম্বর রবিবার ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্রিকেট বিশ্বকাপের ১০ টি দলের মধ্যে ৮টি দল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে। চ্যাম্পিয়নস  ট্রফি টুণামেন্ট আয়োজক দেশ হিসাবে পাকিস্তান জায়গা আগে থেকেই নির্ধারিত। সেরা চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ আরো বাকি তিন দল  বাংলাদেশ,আফগানিস্তান এবং ইংল্যান্ড । আর এই বাকি তিন দলই ৯ ম্যাচ খেলে দুটি করে জিততে পারলেও নেট রানরেটের বিবেচনায় আটে বাংলাদেশ, নয়ে শ্রীলঙ্কা ও দশে রয়েছে নেদারল্যান্ডস।

২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির দলসমূহের তালিকা 

 ভারত
 দক্ষিণ আফ্রিকা
 অস্ট্রেলিয়া 
 নিউজিল্যান্ড
 পাকিস্তান
 বাংলাদেশ
 আফগানিস্তান 
 ইংল্যান্ড

কোন দল কতবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে

অস্ট্রেলিয়া ২ বার ২০০৬ এবং ২০০৯ সালে
ভারত ২বার ২০১৩ এবং ২০০২ সালে (যৌথভাবে)
ওয়েস্ট ইন্ডিজ ১ বার ২০০৪ সালে
দক্ষিণ আফ্রিকা ১ বার ১৯৯৮ সালে 
শ্রীলঙ্কা ১ বার ২০০২ সালে(যৌথভাবে)
নিউজিল্যান্ড ১বার  ২০০০ সালে
পাকিস্তান ১বার ২০১৭ সালে 

FAQ

প্রশ্ন: ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি কতটি দল খেলবে?

উঃ ৮টি

প্রশ্ন: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে?

উঃ পাকিস্তান

প্রশ্ন:চ্যাম্পিয়ন ট্রফি তে সবচেয়ে সফল দল কোনটি?

উঃ অস্ট্রেলিয়া (২ বারের চ্যাম্পিয়ন)

প্রশ্ন: চ্যাম্পিয়ন ট্রফিতে এই পর্যন্ত কতটি আসর অনুষ্ঠিত হয়েছে?

উঃ ৮ টি

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

1 thought on “২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে যে ৮ দল”

Leave a Comment

25-Second Timer
25
Code not found, visit another post.