49তম বিসিএস পরীক্ষা প্রশ্নের সমাধান ২০২৫ পিডিএস সহ

49তম বিসিএস পরীক্ষা প্রশ্নের সমাধান ২০২৫ পিডিএস সহইতিহাসে প্রথমবারের মতো 49 বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের শুক্রবার সকাল দশটায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার সঠিক সমাধান তুলে ধরা হলো –

১. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সাক্ষরিত হয় —

(গ) ১৯৪৯ সালে

 

২. তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ছিলেন —

(খ) পদার্থবিজ্ঞানের শিক্ষক

 

৩. একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার → কর্ণের দৈর্ঘ্য

(গ) 2√3 মিটার

 

৪. ICCPR এর পূর্ণরূপ —

(গ) International Covenant on Civil and Political Rights

 

৫. ট্রেনের প্রশ্নে গুলির আঘাত সময় —

(গ) ১ সেকেন্ড

 

৬. গ্রিনল্যান্ড অন্তর্ভুক্ত —

(খ) ডেনমার্ক

 

৭. “বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকেন্দ্রিক…” মন্তব্যকারী ঐতিহাসিক —

(খ) লরেঞ্চ জিরিং (Lawrence Ziring)

 

৮. বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী মিশন —

(গ) UNTSO (United Nations Truce Supervision Organization)

 

৯. বাংলাদেশের জাতীয় দিবস —

(ক) ২৬ মার্চ

 

১০. সঠিক বানান —

conscientious

 

১১. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় —

(খ) ভার্সাই চুক্তি (Treaty of Versailles)

 

১২. ‘থেকে’ শব্দের ‘ই’ এর পরিচয় —

(খ) প্রত্যয়

 

১৩. গোলক প্রশ্নে ছোট গোলকের সংখ্যা —

(খ) ৮টি

 

১৪. “They talked about going on a vacation.” → “going” হলো

gerund

 

১৫. log₄(2) =

(খ) 1/2

 

১৬. জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ অনুমোদন দেন —

(ক) হ্যারি এস. ট্রুম্যান

 

১৭. ত্রিভুজ কোণের প্রশ্নে দ্বিতীয় কোণ —

(খ) ৬০°

 

১৮. ল.সা.গু ও গ.সা.গু প্রশ্নে অপর সংখ্যা —

(গ) 4(x² – 4)

 

১৯. ODS (Ozone Depleting Substances) চুক্তি —

(খ) মন্ট্রিল প্রটোকল

 

২০. “গতকাল শুক্রবার হলে ৮১ তম দিন” →

(গ) সোমবার

 

২১. বাংলাদেশের সাথে ভূমি সীমান্ত নেই —

(ক) নাগাল্যান্ড

 

২২. আহমদ শরীফের মতে চন্ডীদাস নামে কবি ছিলেন —

(খ) ৩ জন

 

২৩. Wuthering Heights লিখেছিলেন —

Emily Brontë (pen name Ellis Bell)

 

২৪. মধুসূদনের পূর্ববর্তী কবি —

(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

২৫. আয়নাঘর মানে —

(গ) গোপন কারাগার

 

২৬. মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় —

(খ) শিক্ষার অধিকার

 

২৭. “Neighbour” এর gender —

Common gender

 

২৮. “কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা” লেখক —

(খ) আবুস মনসুর আহমদ

 

২৯. সমান্তর ধারা: 4র্থ ও 12তম পদের যোগফল 20 → প্রথম 15 পদের যোগফল —

(খ) 150

 

৩০. “Someone sneezed loudly…” → sneezed হলো

intransitive verb

 

৩১. ১৯১১ সালে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রস্তাবকারী নেতা —

(গ) স্যার সলিমুল্লাহ

 

৩২. নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসকারী —

emigrant

 

৩৩. জাতীয় সংসদের ইংরেজি নাম —

(ক) Parliament

 

৩৪. “পরিকর” শব্দের অর্থ —

(খ) প্রতিজ্ঞা

 

৩৫. ধারা ১, ১৯, ৫, ১৪৯, ___ →

(খ) ২

 

৩৬. x² + 6x – 27 < 0 → সমাধান সেট —

(গ) (–9, 3)

 

৩৭. GSP এর পূর্ণরূপ —

(ক) Generalized System of Preference

 

৩৮. আফিম যুদ্ধ হয়েছিল —

(খ) চীন ও ইংল্যান্ডের মধ্যে

 

৩৯. ২৪-এর গণঅভ্যুত্থানের পর সংসদ সংস্কারের প্রস্তাব —

(ঘ) PR (Proportional Representation) চালু করা

 

৪০. কেপ ভার্দে অবস্থিত —

(ঘ) পশ্চিম আফ্রিকা

 

৪১. জাতিসংঘের সদস্য নয় —

(গ) ওয়েস্টার্ন সাহারা

 

৪২. ৫ জন ৫টা কলা ১ মিনিটে →

(গ) ১ মিনিট

 

৪৩. Singular এবং plural উভয়রূপে ব্যবহৃত শব্দ —

cannon

 

৪৪. “শিক্ষক–শিক্ষার্থী” বাক্যে প্রয়োগ —

(গ) একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে

 

৪৫. ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে প্রথম অবস্থান —

(খ) রাষ্ট্রপতি

 

৪৬. বই বিক্রিতে লাভক্ষতি প্রশ্নে ক্রয়মূল্য —

(গ) 400 টাকা

 

৪৭. কমপক্ষে কয়টা বল তুললে লাল বল নিশ্চিত —

(ঘ) ৮টি

 

৪৮. Passive form: People thought that the despot was corrupt →

The despot was thought to be corrupt

 

৪৮.After lunch we went for a leisurely stroll’. Here ‘leisurely is a /an)

 (খ)adjective

 

৫০. নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?

(ঘ) সুইজারল্যান্ড

 

৫১. The play “Englishmen for My Money” was written by —

(গ)William Haughton

 

৫২. তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না’ — এর অস্তিবাচক রূপ →

(খ) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন।

 

৫৩. “…the most pernicious race of little odious vermin…” উক্তিটি পাওয়া যায় —

Gulliver’s Travels

 

৫৪. অন্তত একটি সবুজ বল পাওয়ার সম্ভাবনা →

(ক) 5/7

 

৫৫. পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন —

(ঘ) বিচারপতি হামদুর রহমান

 

৫৬. ‘Five Eyes’ ভুক্ত নয় —

(খ) ফ্রান্স

 

৫৭. ছোট গিয়ার বড় গিয়ারের সঙ্গে যুক্ত থাকলে ছোটটি ঘুরবে —

(খ) জোরে

 

৫৮. যথাযথ নয় এমন ধ্বনি পরিবর্তন —

(গ) সংগীত → গীতিকা

 

৬০. “সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ”— অমর্ত্য সেনের গ্রন্থ —

(ক) Development as Freedom

 

৬১. “We know that the earth is a planet” — এখানে “that the earth is a planet” হলো →

noun clause

 

৬২. স্কেল ভারসাম্য পেতে অপর প্রান্তে ওজন দিতে হবে —

(খ) ৩০ কেজি

 

৬৩. জাহাঙ্গীর চরিত্রটি —

(খ) মৃত্যুক্ষুধা

 

৬৪. সর্বাধিক চা বাগান —

(গ) মৌলভীবাজার

 

৬৫. SCO এর সদস্য নয় —

(ক) আজারবাইজান

 

৬৬. ‘better’ যেখানে adverb —

Sound travels better in water than in air

 

৬৭. ব্রহ্মপুত্র নদ চীনে পরিচিত —

(ঘ) ইয়ারলাং সাংপো

 

৬৮. শহীদ আবু সাঈদ ছিলেন —

(গ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

৬৯. Selina knocked it ___ the park →

out of

 

৭০. ইন্দাস ওয়াটার ট্রিটি স্বাক্ষরিত হয় —

(গ) ১৯৬০ সালে

 

৭১. “Icing on the cake” অর্থ —

an attractive but unnecessary addition

 

৭২. Synonym for fright →

apprehension

 

৭৩. “Rubaiyat of Khayyam” অনুবাদ করেন —

Edward FitzGerald

 

৭৪. ‘উৎক্ষেপণ’-এর ‘উৎ’ উপসর্গের অর্থ —

(খ) উর্ধ্ব

 

৭৫. রবীন্দ্রনাথ ‘এ’ ব্যবহার করতেন —

(ঘ) ‘অ্যা’ উচ্চারণ বোঝাতে

 

৭৬. M=(a,b,1,2) এবং N=(1,2) হলে N–M →

(খ) (a,b)

 

৭৭. প্রত্যয়যোগে গঠিত শব্দ —

(ঘ) গুণমান

 

৭৮. “সত্যকে স্বীকার…” বাক্যে ভুল —

(ঘ) বানান ও বচনের

 

৭৯. পরিভাষিক শব্দ বলতে বোঝায় —

(গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ

 

৮০. ‘মৃগয়া’-এর ‘মৃগ’ অর্থ —

(গ) পশু

 

৮১. বাংলাদেশের প্রধান গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা —

(গ) বিটিআরসি (BTRC)

 

৮২. Demographic Dividend মানে —

(ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি

 

৮৩. সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা পরিবার —

(গ) অস্ট্রিক-অস্ট্রো-এশিয়াটিক (মুন্ডা)

 

৮৪. বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত শব্দ —

(গ) মানোত্তীর্ণ

 

৮৫. লর্ড কর্ণওয়ালিস ছিলেন —

(গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান

 

৮৬. ∠Q=90°, ∠P=2∠R হলে —

(গ) PR = 2PQ

 

৮৭. ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক —

(খ) রূপমূল

 

৮৮. ধ্বনি ও বর্ণের পার্থক্য —

(খ) উচ্চারণের বিশিষ্টতায়

 

৮৯. চর্যাপদ প্রাচীন বাংলায় রূপান্তর করেন —

(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

 

৯০. হালিমা ইয়াকুব ছিলেন —

(গ) সিঙ্গাপুরের রাষ্ট্রপতি

আরো পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার উপায়

৯১. দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা —

(ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ

৯২. “We work every day except Friday” →

‘except’ হলো preposition

৯৩. পাকিস্তানের ইসহাক দার সম্পৃক্ত —

(গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)

৯৪. ax+by=a; bx–ay=ab → (x, y) =

(খ) (a, b)

৯৫. “A Vindication of the Rights of Women” লেখক —

Mary Wollstonecraft

৯৬. “The picture was hung on the wall” —

সঠিক বাক্য: (খ)

৯৭. গুণোত্তর ধারা: ৫ম পদ ৩২, ৮ম পদ ২৫৬ →

(গ) সাধারণ অনুপাত ২

৯৮. PKK প্রতিষ্ঠাতা —

(ঘ) আবদুল্লাহ ওচালান

৯৯. ‘স্বাধীন’ শব্দের ব্যাসবাক্য —

(ক) স্বীয়-এর অধীন

১০০. ফররুখ আহমদের গ্রন্থ —

(ঘ) সহজ ছড়া