হার দিয়েই মৌসুম শেষ করলো মেসির ইন্টার মায়ামি

অভিযান ইন্টার মায়ামি
ovizaan.comমৌসুমের শেষ ম্যাচ খেলতে আজ রবিবার ( ২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার (MLS) মাঠে নেমেছিলো মেসির ইন্টার মায়ামি।ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মেসিদের প্রতিপক্ষ ছিল এবার শার্লট এফসি। প্রথম থেকেই দুই দল আক্রমাত্মক ফুটবল খেলেন । কিন্তু ১৩ মিনিটে শার্লট এফসির হয়ে ১ম গোল করেন কারউইন ভার্গাস। এতে করে শার্লট এফসি ম্যাচটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় । পুরো ৯০ মিনিটে আর কোনো দল গোল করতে না পারায় হারের তিক্ত স্বাদ পায় মেসির ইন্টার মায়ামি। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে থেকেই মৌসুম শেষ করলো ইন্টার মায়ামি।

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোতে মেসির অসাধারণ পারফরম্যান্স দেখালেও আজকের ম্যাচটিতে মলিন ছিলেন তিনি। ৯০ মিনিটে পুরো দল মিলে কোনো গোল করতে পারেননি।এই মৌসুমে ১৮ টি ম্যাচ হেরেছে মেসির মায়ামি। মেসি দলে যোগ দেয়ার পর থেকে টানা কয়েক ম্যাচ অপরাজিত ছিল মায়ামি এর মধ্যে লীগস কাপের ট্রফি জয় করে মায়ামি তারপর থেকেই দলের ছন্দপতন।

আরো পড়ুন:

ইন্টার মায়ামি বনাম শার্লট এফসির ম্যাচ পরিসংখ্যান

শার্লট এফসি পরিসংখ্যান ইন্টার মায়ামি
১১ শট ১১
টার্গেটের শট
৩৯% বল দখল ৬১%
৩৮২ পাস ৬০৩
৭৫% পাস নির্ভুলতা ৮১%
১৩ ফাউল
হলুদ কার্ড
লাল কার্ড
অফসাইডস
কর্নার

মায়ামি হয়ে খেলা ম্যাচগুলোর মধ্যে মেসি থাকাকালীন একটা ম্যাচও হারেনি মায়ামি শুধু আজকের ম্যাচটি হেরেছে মায়ামি।ম্যাচের পুরোটা সময় জুড়ে আধিপত্য দেখিয়েছে  মায়ামি। ৬১শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের ওপর আক্রমণের বন্যা বইয়ে দিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাইনি তারা । এতে করে ১-০ লজ্জাজনক হার নিয়ে মৌসুম শেষ করতে হলো মায়ামিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *