বর্তমান সবচেয়ে জনপ্রিয় দুইটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) হলো নগদ ও বিকাশ। দুইটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবা ধরন প্রায় একই রকম। কোন দিক থেকে আজকে নগদ এগিয়ে যাচ্ছে পরের দিন থেকে বিকাশ এগিয়ে যাচ্ছে। মোটকথা তাদের মধ্যে সবসময় সেরা হবার প্রতিযোগিতা চলতেই রয়েছে। আজকে আমরা জেনে নিব বিকাশ এবং নগদের কোন কোন দিক আমাদেরকে সবচেয়ে বেশি উপকৃত করবে এবং কোনক্ষেত্রে কোনটি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে ।
ক্যাশ আউট
বিকাশ থেকে নরমালি কোড *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপস থেকে ক্যাশ আউট খরচ হাজারে ১৮.৫ টাকা। বিকাশে প্রিয় অজেন্ট নাম্বারে ক্যাশ আউট করলে ১৪.৫ টাকা সার্ভিস চার্জ কাটে। অপরদিকে নগদে ক্যাশ আউট চার্জ *১৬৭# ডায়াল করলে হাজারে ১৫ টাকা কিন্তু নগদ অ্যাপস থেকে ক্যাশ আউট চার্জ হাজারে ১২.৫ টাকা ।
সেন্ডমানি
বর্তমানে নগদ এবং বিকাশ উভয় সেন্ডমানি করতে ৫ টাকা সার্ভিস চার্জ কাটে । বিকাশে প্রিয় নাম্বারে সেন্ডমানি ফ্রি ২৫ হাজার টাকা পর্যন্ত তারপর ১০ টাকা সার্ভিস চার্জ কাটা হবে ।
পেমেন্ট
পুরো বাংলাদেশে মোটামুটি সবজায়গাতেই বিকাশ পেমেন্ট করা যায় । আবার বিভাগীয় শহরে নগদ মোটামুটি চলে। পেমেন্টের ক্ষেত্রে উভয় কোম্পানি বিভিন্ন রকম ক্যাশব্যাক দিয়ে থাকে।
মোবাইল রিচার্জ
উভয় কোম্পানি মোবাইল রিচার্জের ক্ষেত্রে একই সুবিধা দিয়ে থাকে। তবে বিকাশ নতুন অ্যাকাইন্ড খুললেই গ্রাহকদের ২০-৫০ টাকা মোবাইল রিচার্জের জন্য ক্যাশব্যাক দিয়ে থাকে। অপরদিকে নগদ সরকারি প্রতিষ্ঠান নগদের অ্যাকাইন্ড খোলা লাগে না । অটোমেটিক প্রতিটি সিমে খোলা থাকে। এজন্য এ অফারটি দিতে পারে না । এছাড়া বিকাশ এবং নগদ উভয়েই গ্রাহকদের মোবাইল রিচার্জে আগ্রহী করতে দারুন অফার দিয়ে থাকে।
পে-বিল
বিকাশ এবং নগদ উভয়ের মাধ্যমে বিদ্যুৎ,গ্যাস , শিক্ষা ও ইন্টারনেটসহ ইত্যাদি বিল পরিশোধ করা যায় ।বিল পরিশোধের ক্ষেত্রে সার্ভিস চার্জ দিক থেকে নগদ এগিয়ে প্রতিক্ষেত্রেই বিকাশের তুলনায় নগদ কিছু টাকা কম হয়ে থাকে।
সেভিসং
বিকাশ কয়েকটি ব্যাংকের সাথে পার্টনার হিসাবে সেভিংস সিস্টেম চালু করেছে এতে করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে নেয়া হবে সেভিসং চালু করা গ্রাহকের কাছ থেকে অপরদিকে নগদ এ ধরনের কোনো সিস্টেম নাই । নগদে যদি ৫০০০ টাকার উপরে ব্যালেন্স থেকে থাকে তাহলে অটোমেটিক প্রতিমাসে নিদিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে । আপনি চাইলে এটি অন-অফ করতে পারবেন।
লোন
বিকাশ এর মাধ্যমে সিটি ব্যাংক থেকে নিদিষ্ট পরিমাণ লোন নেয়া যায়। কিন্তু লোনের পরিমাণ খুবই সীমিত। আবার প্রতিটি গ্রাহকে লোন দেয় না।যারা বেশি টাকা লেনদেন করে তারাই শুধু এই লোনের সুবিধা পায় ।
ফিচার
বিকাশের অ্যাপস এ কতগুলো ফিচার রয়েছে । যেমন গ্রেমস, ফেল্কিপ্ল্যান ,বিনিময় ও বিভিন্ন টিকিটসহ আরো অনেক কিছু। বিকাশে অ্যাপস এর ফিচার যথেষ্ট ভালো নগদের তুলনায় অপরদিকে নগদও চেষ্টা করতেছে ধীরে ধীরে এসব সুবিধা যুক্ত করার জন্য।
প্রচারণা
সেরা সেরা সেলিব্রিটিদের দিয়ে নগদ এবং বিকাশ উভয়ের তাদের ব্যান্ডকে প্রোমোশন করিয়ে যাচ্ছে ।কেউ লাখপতি অফার দিয়ে কেউ আবার কোটিপতির অফার দেয় । প্রচারণার দিক থেকে নগদ এগিয়ে । কারন নগদ বিকাশে অনেক পরে এসেও নিজেদেরকে অনন্য পযায়ে নিয়ে গেছে ।বিকাশ এখন মুলত আর্জেন্টিনার রিজিওনাল স্পন্সর। আর নগদ বর্তমান সেরা উদ্যোক্তার পুরস্কার অর্জন করেছে।
বিকাশ নাকি নগদ
Bkash | Compare | Nagod |
1.85% | Cashout charge | 1.5% |
5TK | Send Money charge | 5TK |
– | Mobile recharge | – |
More user friendly | Features | Standard |
Standard charge | Pay-Bill charge | Less than bkash |