সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে ২০২৪

0
(0)
সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে ২০২৪
সবচেয়ে বেশি মসজিদ

সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে একজন মুসলিম হিসেবে আমাদের জানার আগ্রহ থাকতেই পারে । ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো মসজিদ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানোর একটি বিশেষ জায়গা হলো এটি। তাছাড়া একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি দৈনিক পাঁচবার মসজিদে নামাজ আদায় করতে আসে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। এ থেকে বোঝা যায় যে ইসলাম ধর্মে মসজিদের গুরুত্ব কতটুকু বিস্তৃত। আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পৃথিবীতে সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে । আমরা সবচেয়ে বেশি মসজিদ রয়েছে এমন ১০ টি দেশ নিয়ে আলোচনা করব।

সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে ২০২৪

১.ইন্দোনেশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ হলো ইন্দোনেশিয়া। এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ রাষ্ট্র।প্রায় ১৭,০০০টি দ্বীপ দিয়ে গঠিত এই দেশটি ।ভূমিগত আয়তনের দিক থেকে ইন্দেশিয়া বিশ্বের ১৪তম বৃহত্তম দেশ।ইন্দোনেশিয়ার জনসংখ্যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। দেশটির জনসংখ্যা প্রায় ২৮০ মিলিয়ন।ইসলাম হলো ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ধর্ম। দেশটির ৮৭% এরও বেশি মানুষ মুসলিম।ইন্দোনেশিয়ায় মসজিদের সংখ্যা প্রায় ৮ লক্ষ।

২.বাংলাদেশ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। পৃথিবীর বুকে একটি স্বাধীন দেশ। দেশটির আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় ১৭ কোটি। বাংলাদেশের অন্যতম প্রধান ধর্ম হলো ইসলাম ধর্ম। এদেশের সংখ্যাগরিষ্ঠ লোকই ইসলাম ধর্মে অনুসারী। বাংলাদেশের মসজিদের সংখ্যা ৩ লক্ষ ৩১ হাজার।

আরো জানুন:বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২৪

৩.ভারত

দক্ষিণ এশিয়ার একটি দেশ হলো ভারত। এদেশের জনসংখ্যা প্রায় ১.৪ বিলিয়ন যা বিশ্বের জনসংখ্যার ১৭% । ভারতের আয়তন ৩.২৯ মিলিয়ন বর্গ কিলোমিটার। ভারতের জনসংখ্যার অধিকাংশ হিন্দু ধর্মাবলি হলেও দেশটিতে মুসলিমদের সংখ্যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। ভারতের মসজিদের সংখ্যা প্রায় তিন লক্ষ। 

৪.পাকিস্তান

পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। এটি ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। পাকিস্তানের প্রধান ভাষা উর্দু।পাকিস্তান বিশ্বের পঞ্চম জনবহুল দেশ। এ জনসংখ্যা প্রায় ২৩ কোটি। এদেশটির আয়তন প্রায় ৮৮১,৯১৩ বর্গকিলোমিটার। পাকিস্তানের প্রধান ধর্ম হলো ইসলাম। প্রায় ৯৬% জনসংখ্যা ইসলাম ধর্ম অনুসারী। পাকিস্তানের মসজিদের সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার।

৫.মিশর

মিশর হলো আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি দেশ। প্রাচীন সভ্যতার জন্ম এই মিশর থেকে। পিরামিড, নীলনদসহ বিভিন্ন প্রাচীন সভ্যতা এখান থেকে গড়ে উঠেছে। মিশরের জনসংখ্যা দশ কোটি, এবং আয়তন দশ লক্ষ বর্গ কিলোমিটার। মিশরের প্রধান ধর্ম ইসলাম। অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী। মিশরের মসজিদের সংখ্যা প্রায় এক লক্ষ দশ হাজার

৬.সৌদি আরব

সৌদি আরব হলো মধ্যপ্রাচ্যের একটি দেশ।তেলের বিশাল ভাণ্ডারের কারণে এটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি। পর্যটন ক্ষেত্রে সৌদি আরব বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশ। সৌদি আরবের আয়তন  প্রায় ২,১৫০,০০০ বর্গকিলোমিটার। এদেশটির জনসংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ। এটি সম্পূর্ণ একটি মুসলিম রাষ্ট্র। সৌদি আরবের মসজিদের সংখ্যা প্রায় ৯৮ হাজার।

৭.তুরস্ক

তুরস্ক হলো ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটি দেশ ।ইতিহাস, সংস্কৃতি ও ভূগোলের একটি অনন্য মিশ্রণে গড়ে ওঠা এই দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। তুরস্কের জনসংখ্যা প্রায় ৮৫ মিলিয়ন। এ দেশটির আয়তন প্রায় ৭৮৩,৫৬২ বর্গকিলোমিটার। এটি একটি  ধর্মনিরপেক্ষ দেশ তবে অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী। তুরস্কে মসজিদের সংখ্যা প্রায় ৮২ হাজার।

৮.ইরান

মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন সভ্যতা সম্পূর্ণ দেশ হলো ইরান।পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্যের জন্মস্থান এখানে। ইরানের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। পারস্য কাব্য, ফারসি ভাষা এবং ইসলামি স্থাপত্য এর উদাহরণ। ইরানের মোট আয়তন প্রায় ১,৬৪৮,১৯৫ বর্গকিলোমিটার। এটি বিশ্বের ১৮ তম বৃহত্তম দেশ। ইরানের জনসংখ্যা প্রায় ৮ কোটি ৫০ লক্ষ। এটি মূলত ইসলামিক রাষ্ট্র। অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসারী। ইরানে  মসজিদের রয়েছে প্রায় ৫৮ হাজার।

৯.মরক্কো

মরক্কো উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ। মরক্কোর আয়তন প্রায় ৪,৪৬,৫৫০ বর্গকিলোমিটার। মরক্কোর জনসংখ্যা প্রায় ৩.৭ কোটি। মরক্কোর প্রধান ধর্ম হল ইসলাম। মরক্কোতে মসজিদ রয়েছে প্রায় ৫২ হাজার।

১০.ইয়েমেন

ইয়েমেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি। এটির অবস্থান আরবের উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে। এ দেশটিতে অধিকাংশ জায়গা বসবাসের অযোগ্য হলেও অনেক জনসংখ্যা রয়েছে। ইয়েমেনের বর্তমান জনসংখ্যা প্রায় ৩ কোটি। ইয়েমেনের আয়তন প্রায় ৫,২৭,৯৭০ বর্গকিলোমিটার। ইয়েমেনের মানুষ অধিকাংশ ইসলাম ধর্মের অনুসারী। ইয়েমেনের মসজিদের সংখ্যা প্রায় ৫০ হাজার।

উপসংহার, উপরোক্ত তালিকাটির দেশগুলোর তথ্য ইউকিপিডিয়া,বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা হয়েছে। চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ আপডেট তথ্য দেওয়ার জন্য। উপরোক্ত তথ্যগুলোর সাথে বর্তমান তথ্যের সামঞ্জস্য নাও থাকতে পারে। কারণ প্রতিটি দেশের জনসংখ্যা বাড়তেছে সেই হিসেবে দেশগুলোর মসজিদের সংখ্যা বা আয়তন বাড়তেই পারে। ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

1 thought on “সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে ২০২৪”

Comments are closed.