সূরা আর রহমান বাংলা উচ্চারণ ও অর্থসহ

0
(0)

আসসালামুয়ালাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সূরা আর রহমান পবিত্র কোরআনের একটি মহিমান্বিত সূরা। সূরা আর রহমান কুরআনের ৫৫তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং এতে মোট ৭৮টি আয়াত রয়েছে। সূরাটির মূল বিষয়বস্তু হলো আল্লাহর অসীম দানশীলতা ও করুণা, যা তিনি সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে বিতরণ করেছেন।

সূরা আর রহমান বাংলা উচ্চারণ ও অর্থসহ
সূরা আর রহমান বাংলা উচ্চারণ ও অর্থসহ

 

সুরা আর রহমানের গুরুত্বপূর্ণ আয়াতগুলির একটি হলো: “فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ” অর্থাৎ, “তাহলে তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?” — এই আয়াতটি ৩১ বার পুনরাবৃত্তি হয়েছে। এটি আল্লাহর দান এবং কৃতজ্ঞতার গুরুত্বকে জোর দিয়ে স্মরণ করিয়ে দেয়।

সূরা আর রহমান বাংলা উচ্চারণ ও অর্থসহ

১. ٱلرَّحْمَٰنُ
উচ্চারণ: আররাহমা-নু।
অর্থ: করুনাময়।

২. عَلَّمَ ٱلْقُرْءَانَ
উচ্চারণ: আল্লামাল কুরআন।
অর্থ: তিনি কুরআন শিক্ষা দিয়েছেন।

৩. خَلَقَ ٱلْإِنْسَانَ
উচ্চারণ: খালাকাল ইনসান।
অর্থ: তিনি মানুষ সৃষ্টি করেছেন।

৪. عَلَّمَهُ ٱلْبَيَانَ
উচ্চারণ: আল্লামাহু বাইয়ান।
অর্থ: তাকে কথা বলা শিক্ষা দিয়েছেন।

৫. ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ
উচ্চারণ: আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান।
অর্থ: সূর্য এবং চাঁদ নির্ধারিত মাপে চলতে থাকে।

৬. وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ
উচ্চারণ: ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান।
অর্থ: তারা উভয়েই (নক্ষত্র ও গাছ) সিজদা করে।

৭. وَٱلسَّمَآءُ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ
উচ্চারণ: ওয়াস-সামাউ রাফআহা ওয়াওয়াদা আল-মিযান।
অর্থ: আকাশকে তিনি উত্তোলন করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন।

৮. أَلَّا تَطْغَوْا فِي ٱلْمِيزَانِ
উচ্চারণ: আল্লা তাগাও ফি আল-মিযান।
অর্থ: যাতে তোমরা ভারসাম্যহীনতা সৃষ্টি না করো।

৯. وَأَقِيمُوا ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تَقْصُرُوا ٱلْمِيزَانَ
উচ্চারণ: ওয়াকিমু ওয়াল ওজন বি-কিসতি ওয়ালা তাকছিরু আল-মিযান।
অর্থ: ন্যায়বিচারের সাথে ওজন প্রতিষ্ঠা কর এবং ভারসাম্য ভঙ্গ করো না।

১০. وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنْامِ
উচ্চারণ: ওয়াল আরদা ওয়াদা হা লিল আনাম।
অর্থ: তিনি পৃথিবীকে মানুষের জন্য স্থাপন করেছেন।

১১. فِيهَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَحَبٌّ ذُو حَبٍّ
উচ্চারণ: ফীহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া হাব্বুন ঝু হাব্বিন।
অর্থ: এতে ফল, তাল গাছ এবং শস্য আছে।

১২. وَٱلْحَبُّ ذُو الْعَصْفِ وَٱلنَّبَاتُ
উচ্চারণ: ওয়াল হাব্বু ঝু আল-আসফি ওয়ান-নাবাত।
অর্থ: শস্যের ভরা গাছ এবং অন্যান্য উদ্ভিদ।

১৩. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

১৪. خَلَقَ ٱلْإِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَٱلْفَخَّارِ
উচ্চারণ: খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখ্খার।
অর্থ: তিনি মানুষকে মাটির তৈরি সৃষ্টিরূপে সৃষ্টি করেছেন।

১৫. وَخَلَقَ ٱلْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
উচ্চারণ: ওয়াখালাকাল জান্নাম মিন মারিজ মিন নার।
অর্থ: তিনি জিনদেরকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন।

১৬. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

১৭. رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ
উচ্চারণ: রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন।
অর্থ: পূর্বের প্রভু এবং পশ্চিমের প্রভু।

১৮. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

১৯. مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلتَقِيَانِ
উচ্চারণ: মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান।
অর্থ: দুটি সমুদ্র একত্রিত হচ্ছে।

২০. بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
উচ্চারণ: বেইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান।
অর্থ: তাদের মধ্যে একটি বাধা আছে, যা তাদের পার হতে দেয় না।

২১. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

২২. يَخْرُجُ مِنْهُمَا ٱلْلُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ
উচ্চারণ: ইয়াখরুজু মিনহুমা লুলুও ওয়াল মারজান।
অর্থ: উভয় থেকে মুক্তো এবং প্রবাল বের হয়।

২৩. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

২৪. لَهُ ٱلْخَوَاتِيمُ ٱلْمُشْتَكَاتُ
উচ্চারণ: লাহু আল-খাওয়াতিম আল-মুশতাকাত।
অর্থ: তার জন্য (জালালাত) ছিদ্রযুক্ত ফুলের মতো।

২৫. وَٱلْأَرْضُ سَطَحَهَا لِلْعَامِرِينَ
উচ্চারণ: ওয়াল আরদু সাতাহা লিল আমিরীন।
অর্থ: পৃথিবীকে তিনি জীবনদায়ী করার জন্য সমতল করেছেন।

২৬. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

২৭. يُدْخَلُ ٱلْمُتَّقِينَ فِي جَنَّـٰتٍ
উচ্চারণ: ইয়ুদখালুল মুততকিন ফি জান্নাতিন।
অর্থ: পরহেজগারদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে।

২৮. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

২৯. ۞ لَّهُمَا فِيهَا فَاكِهَةٌ وَهُمَا ۖ شَهِيَّةٌ
উচ্চারণ: লাহুমা ফীহা ফাকিহাতুন ওয়া হুমা শাহীয়্যাহ।
অর্থ: সেখানে তাদের জন্য (ফল) রয়েছে এবং তা অত্যন্ত প্রিয়।

৩০. وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ
উচ্চারণ: ওয়ামান খাফফাত মওযীনুহু।
অর্থ: এবং যার ওজন হালকা হবে।

৩১. فَأُمُّهُ هَاوِيَةٌ
উচ্চারণ: ফা উম্মুহু হাওয়িয়াহ।
অর্থ: তার মা হবে হাওয়া।

৩২. وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
উচ্চারণ: ওয়ামা আদরাকা মা হিয়াহ।
অর্থ: এবং তুমি কি জানো তা কী?

৩৩. نَارٌ حَامِيَةٌ
উচ্চারণ: নারুন হামিয়াহ।
অর্থ: একটি উত্তপ্ত আগুন।

৩৪. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৩৫. يُدْخَلُ ٱلْمُتَّقِينَ فِي جَنَّـٰتٍ
উচ্চারণ: ইয়ুদখালুল মুততকীন ফি জান্নাতিন।
অর্থ: পরহেজগারদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে।

৩৬. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৩৭. إِنَّ ٱلْمُجْرِمِينَ فِي جَحِيمٍ
উচ্চারণ: ইন্নাল মুজরিমিন ফি জাহীম।
অর্থ: নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামে।

৩৮. يُنَادَوْنَ فِي جَحِيمٍ
উচ্চারণ: ইয়ুনাদাউন ফি জাহীম।
অর্থ: তাদেরকে জাহান্নামে ডাক দেয়া হবে।

৩৯. أَعْتَدْنَا لَهُمْ سَجْنًا
উচ্চারণ: আ’তাদনা লাহুম সিজন।
অর্থ: আমরা তাদের জন্য (শাস্তির) বন্দিশালা প্রস্তুত করেছি।

৪০. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৪১. تَجْرِي بِأَمْرِهِمْ شَفَاعَةٌ
উচ্চারণ: তাজরি বিঅমরিহিম শাফা’আতুন।
অর্থ: তাদের জন্য তার আদেশে সুপারিশ হবে।

৪২. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৪৩. لِمَنْ شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
উচ্চারণ: লিমান শা’ মিনকুম অ্যান ইয়াসতাকিম।
অর্থ: তোমাদের মধ্যে যে কেউ স্থির থাকতে চাইবে তার জন্য।

৪৪. وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ ٱللَّهُ
উচ্চারণ: ওয়ামা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ।
অর্থ: আর তোমরা কিছুই চাইতে পারবে না যদি না আল্লাহ চান।

৪৫. إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًۭا حَكِيمًۭا
উচ্চারণ: ইননাল্লাহ কান আলিমান হাকিমা।
অর্থ: নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাবান।

৪৬. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৪৭. فِي جَنَّـٰتٍ وَنَهَرٍ
উচ্চারণ: ফি জান্নাতিন ওয়ানাহার।
অর্থ: (তারা থাকবে) জান্নাতে এবং নদীতে।

৪৮. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৪৯. فِيهَا أَكْلٌ ۭ كَثِيرٌۭ
উচ্চারণ: ফীহা আকলুন কাথীরুন।
অর্থ: সেখানে অনেক খাবার আছে।

৫০. وَشَرَابٌۭ لَّذِيذٌۭ
উচ্চারণ: ওয়াশারাবুন লাজীধুন।
অর্থ: এবং সুস্বাদু পানীয়।

৫১. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৫২. وَلَهُمْ فِيهَا أَكْلٌۭ كَثِيرٌۭ
উচ্চারণ: ওলাহুম ফীহা আকলুন কাথীরুন।
অর্থ: এবং সেখানে তাদের জন্য প্রচুর খাবার আছে।

৫৩. وَشَرَابٌۭ لَّذِيذٌۭ
উচ্চারণ: ওয়াশারাবুন লাজীধুন।
অর্থ: এবং সুস্বাদু পানীয়।

৫৪. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৫৫. إِنَّ ٱلْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ
উচ্চারণ: ইননাল মুততকীন ফি মাকাম আমিন।
অর্থ: নিশ্চয়ই পরহেজগাররা নিরাপদ স্থানে থাকবে।

৫৬. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৫৭. عَلَى سُرُرٍ مَّوْضُونَةٍ
উচ্চারণ: আলা সুরুর মুয়াযনাহ।
অর্থ: তারা সজ্জিত আসনে থাকবে।

৫৮. وَدَانَ عَلَيْهِمْ غِلَظٌۭ

উচ্চারণ: ওয়াদানা আলাইহিম গিলাজুন।

অর্থ: তাদের ওপর ভারী চাদর থাকবে।

৫৯. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৬০. يُحْفَظُونَ مِنَ ٱلشَّمْسِ
উচ্চারণ: যুহফাজুন মিনাশ-শামস।
অর্থ: তাদেরকে সূর্যের তাপ থেকে রক্ষা করা হবে।

৬১. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৬২. وَيُسَاقُ إِلَيْهِمْ وَمَا كَانَ إِلَىٰ أَمَامِهِمْ
উচ্চারণ: ওয়াইউসাক ইলাইহিম ওয়া মা কান ইলা আমামিহিম।
অর্থ: তাদের কাছে (শান্তি ও স্বস্তির) প্রতিশ্রুতি নিয়ে আসা হবে।

৬৩. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৬৪. إِنَّ ٱلْمُتَّقِينَ فِي جَنَّـٰتٍ وَنَهَرٍ
উচ্চারণ: ইননাল মুততকীন ফি জান্নাতিন ওয়ানাহার।
অর্থ: নিশ্চয়ই পরহেজগাররা জান্নাত ও নদীতে।

৬৫. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৬৬. يُدْخَلُونَ فِي جَنَّـٰتٍ
উচ্চারণ: ইয়ুদখালুন ফি জান্নাতিন।
অর্থ: তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে।

৬৭. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৬৮. إِنَّ ٱلْمُجْرِمِينَ فِي جَحِيمٍ
উচ্চারণ: ইননাল মুজরিমিন ফি জাহীম।
অর্থ: নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামে।

৬৯. يُنَادَوْنَ فِي جَحِيمٍ
উচ্চারণ: ইয়ুনাদাউন ফি জাহীম।
অর্থ: তাদেরকে জাহান্নামে ডাক দেওয়া হবে।

৭০. أَعْتَدْنَا لَهُمْ سَجْنًا
উচ্চারণ: আ’তাদনা লাহুম সিজন।
অর্থ: আমরা তাদের জন্য (শাস্তির) বন্দিশালা প্রস্তুত করেছি।

৭১. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৭২. تَجْرِي بِأَمْرِهِمْ شَفَاعَةٌ
উচ্চারণ: তাজরি বিঅমরিহিম শাফা’আতুন।
অর্থ: তাদের জন্য তার আদেশে সুপারিশ হবে।

৭৩. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৭৪. لِمَنْ شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
উচ্চারণ: লিমান শা’ মিনকুম অ্যান ইয়াসতাকিম।
অর্থ: তোমাদের মধ্যে যে কেউ স্থির থাকতে চাইবে তার জন্য।

৭৫. وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ ٱللَّهُ
উচ্চারণ: ওয়ামা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ।
অর্থ: আর তোমরা কিছুই চাইতে পারবে না যদি না আল্লাহ চান।

৭৬. إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًۭا حَكِيمًۭا
উচ্চারণ: ইননাল্লাহ কান আলিমান হাকিমা।
অর্থ: নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাবান।

৭৭. فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ: ফা বি-এয়্য আলায়ি রাব্বিকুমা তুকাদ্দিবান।
অর্থ: তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামত অস্বীকার করবে?

৭৮. ۞ سَيَقُولُ ٱلْمُكَذِّبُونَ ۞
উচ্চারণ: সাইয়াকুল আল-মুকাদ্দিবুন।
অর্থ: অস্বীকারকারীরা বলবে।

আরো পড়ুন 

সূরা আর রহমান সম্পর্কে বিশেষ সতর্কতা

আমি চেষ্টা করেছি সূরা আর রহমান বাংলা উচ্চারণ অর্থসহ লেখার জন্য। যদি সূরা আর রহমানের কোনো অংশে ভুল থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন। সূরা আর রহমান বাংলা উচ্চারণ এবং অর্থে কিছুটা ভাষাগত তারতম্য হতে পারে। ধন্যবাদ সূরা আর রহমান পাঠ করা জন্য।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.