আপনার ফোনের বয়স কত? অথবা যেকোনো পুরাতন ফোনের বয়স কত তা জানার আগ্রহ সবার রয়েছে। আমরা অনেক সময় পুরাতন কিনতে গিয়ে এই সমস্যায় পড়ে থাকি । আজকের এই পোস্টটিতে দেখাবো আপনি আপনি যেকোনো ফোনের বয়স জানবেন শুধু তাই নয় সাথে আপনার ফোনটি কবে চালু হয়েছে তাও জানতে পারবেন এজন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ার।
যেভাবে আপনার ফোনের বয়স কত জানবেন
১. প্রথমে আপনার ফোনের IMEI সংগ্রহ করুন। আপনার ফোনের পিছনে দেখুন স্টিকারে লেখা রয়েছে । যদি না থাকে তাহলেও সমস্যা নাই মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে *#06# ডায়াল করলেই পেয়ে যাবেন আপনার IMEI নাম্বার যেকোনো একটি IMEI নাম্বার কপি করুন।
২.তারপর imei.info এই ওয়েবসাইটে যেতে হবে। সার্চ অপশনে আপনার কপি করা IMEI নাম্বার পেস্ট করে check IMEI তে ক্লিক করুন।
৩. আপনার মোবাইলের নামটি শো হবে তারপর নিচে স্কল করুন BASIC CHECKS এরকম লেখা রয়েছে সেখানের ১ম অপশন Warranty & Country Check এ ক্লিক করুন।
৪. তারপর নতুন একটি পেজে নিয়ে যাবে একটু নামলেই নীল রঙের বাটন দেখতে পাবেন। লেখা রয়েছে “Check warranty & country ” এরকম লেখা বাটনে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
আরো পড়ুন;পুরাতন ল্যাপটপ কেনার আগে করনীয়
৫.তারপর আপনি আপনার ফোনের সকল তথ্য দেখতে পারবেন। আপনার ফোন কবে তৈরি করা হয়েছে, কবে আপনার ফোন সেল করা হয়েছে , বর্তমানে আপনার ফোন কি অবস্থা মোটকথা সবগুলো তথ্য আপনি দেখতে পারবেন।কেন ফোনের বয়স জানা জরুরি
অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদের পুরানো ফোন কেনার প্রয়োজন হয়। অথবা আর্থিক সমস্যার জন্যও এমনটি হতে পারে। তখন আমাদের সহজ পেয়ে দোকানদার অনেক পুরানো ফোন বেশি দামে বিক্রি করে দেয় আমরা কিছুদিন ফোন চালানোর পর বিষয়টি বুঝতে পারি । মোট প্রতারণা এড়ানোর জন্য এটি জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
উপসংহার;
উপরোক্ত পোস্টটিতে আমি দেখিয়েছি কিভাবে পুরাতন ফোন কেনার ফোনের বয়স চেক করবেন । নিজে ফোন কেনার আগে সচেতন হোন এ বিষয়টি না জানলে আপনাকে খারাপ ধরিয়ে দিবে বিক্রেতা। জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।