আদর্শ গ্যাস (Ideal Gas):
যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সুত্রসমূহ(বয়েলের সুত্র ,চালসের সুত্র,অ্যাভোগেড্রোর সুত্র ইত্যাদি)মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে।বাস্তবে কোন এ ধরনের কোনো গ্যাস নেই অর্থাৎ কোনো গ্যাসই যথাযথভাবে গ্যাসের সুত্র মেনে চলে না । এটি একটি কাল্পনিক ধারণা মাত্র।
আদর্শ গ্যাসের নিণায়ক সুত্র হলো PV=nRT
এখানে ,
P হলো চাপ
V হলো আয়তন
n হলো মোল
R হলো সার্বজনীন ধ্রুবক
T হলো তাপমাত্রা
বাস্তব গ্যাস (Real Gass)
যেসকল গ্যাস আদর্শ গ্যাসের আচরণ অথাৎ গ্যাসের সুত্রসমূহ মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে ।O2,N2,H2,CO2 এ সকল পরিচিতি সকলই মুলত বাস্তব গ্যাস । কিন্তু বাস্তব গ্যাসসমূহ নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য
আদর্শ গ্যাস | বাস্তব গ্যাস |
১. সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্র PV = nRT সমীকরণ মেনে চলে। | ১. গ্যাসীয় সূত্র PV=nRT সমীকরণ মেনে চলে না। তবে খুব নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায় তারা গ্যাসীয় সূত্র PV = nRT সমীকরণ আংশিক ভাবে মেনে চলে। |
২.প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। | ২. প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ হলো বাস্তব গ্যাস। |
৩.আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়। | ৩. বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না। |
৪.আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান সর্বদা 1 হয়। | ৪.বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান 1 অপেক্ষা কম বা বেশি হয়। |
৫.আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। | ৫. বাস্তব প্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে। |
Read more :ওজোন স্তর কি কিভাবে ক্ষয় হয়