ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে নির্বাচিত কিছু প্রশ্ন যা শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা‼️
❓️প্রশ্ন ১: আমি প্রথমবার সাত কলেজের ফরম তুলিনি এবার কি তুলতে পারব?
✔️উত্তর: না।
❓️প্রশ্ন 2: এইচএসসি পরীক্ষার সময় আমার Optional Subject Math ছিল। এখন ভালো Mark ও Serial পেলে কি আমি Math ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবো?
✔️উত্তর: হ্যাঁ পারবেন।
❓️প্রশ্ন 3: সাত কলেজের প্রিপারেশনের জন্য কোন বই ফলো করবো?
✔️উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক,জয়কলি,অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ও মূলবই।
❓️প্রশ্ন 4: ভর্তি পরীক্ষায় যদি আমি ম্যাথ অথবা বায়োলজি এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে চাই সেটা কি সম্ভব?
✔️উত্তর: জি, HSC এর Optional সাবজেক্ট এর পরিবর্তে দাগাতে পারবেন।
❓️প্রশ্ন 5: ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় থাকে?
✔️উত্তর: অধিভুক্ত সাত কলেজ এবং পার্শ্ববর্তী হাইস্কুল অথবা কলেজ।
❓️প্রশ্ন 6: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের মূল্য কি বেশি?
✔️উত্তর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে শ্রেষ্ঠ কলেজ গুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। তাই উত্তরটা নিজের মাথায়ই চলে আসবে।
অন্য দিকে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজ অনেক এগিয়ে। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজ ১.৫ বছর এগিয়ে রয়েছে।
❓️প্রশ্ন 7: সাত কলেজে কি রেগুলার ক্লাস করতে হয়?
✔️উত্তর: হ্যাঁ। রেগুলার ক্লাস না করলে নন-কলেজিয়েট করে দিবে ডিপার্টমেন্ট থেকে তখন জরিমানা দিয়ে পরীক্ষা দিতে হবে। আবার যদি একেবারেই ক্লাস না করেন, তবে ডিস-কলেজিয়েট করে দেবে। তখন এক বছর গ্যাপ হয়ে যাবে এবং স্যারদের সাথে সম্পর্ক ভালো থাকবে না।
❓️প্রশ্ন 8: সাত কলেজে কি এখনো সেশন জট হয়?
✔️উত্তর: করোনার বছর থেকে (২০২০ ২১) সেশন এদের মাধ্যমে শুরু হয়েছে ৮ মাস পর পরীক্ষা হওয়া। অর্থাৎ ভর্তি হওয়ার এক মাসের মধ্যেই ফাইনাল পরীক্ষা চলে আসবে। রেজাল্ট নিয়ে সর্বোচ্চ ১০-১১ মাস লাগবে এক বছর শেষ হতে। (১৭-১৮) সেশন থেকে সাত কলেজের কোন সেশনজট নেই। সাত কলেজের (১৭-১৮) সেশনের মাস্টার্স পরীক্ষা শেষ,ফলাফল দিবে এই মাস থেকেই। অন্য দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এখনো ভর্তি চলমান।
এছাড়াও কিছু জানার থাকলে Comments করুন।
লেখক
Department of Mathematics
Kabi Nazrul Govt. College, Dhaka
1 thought on “ঢাবি অধিভুক্ত সাত কলেজ নিয়ে কিছু কমন প্রশ্ন আপনার মনে”
Comments are closed.