নীরব বিরহ বসন্ত
আশিক মাহমুদ
পৃথিবীর যাবতীয় সুখ পেয়েছি আপনার তরে
অন্ধকার রাতে পেয়েছি আপনারে
আলোতে পেয়েছি আপনারে
সদা ভাবি আপনারে
আপনার পানে চেয়ে রই।
বাদল রাতে খুজেছি আপনাকে
ঝলসানো রাতে পূর্ণিমামার আলোয় খুজেছি
হয়তো আপনি জানিবেন না কোন দিন
কেহ আপনার দর্শনের তরে ক্রান্ত
কেহ আপনার বার্তার অপেক্ষায়
এখন হয়তো তাহার বার্তার নটিফিকেশন ঝলসে গেছে
তবে সে আজো আপনার অপেক্ষায়
হয়তো কেহ আপনার অপেক্ষায়রত
আজো হয়তো সেই বাসস্টেন সে
হয়তো তীব্র রোধে আপনার অপেক্ষায়
ফর্সাবর্ন তাহার আজ হয়েছে তামাটে
আজ মোবাইলে কোন রিংটোন বেজে উঠলে
সে হয়তো আপনাকে ভাবে
ফাকা চ্যাটলিস্টে আজও আপনি আছেন
কেহ হয়তো জানিবে না আপনার অপেক্ষায়
হয়তো তাহার যান আজোও অপেক্ষায়রত
আপনার তরে অজানা গন্তব্যের পথে
হয়তোবা পৃথিবীতে তাহার কোন অভিযোগ নেই
আক্ষেপ অনুশোচনা তাহার মনে
সকল বিরহ ব্যাথাকে আজ সঙ্গী করে নীলুম আপনার তরে
বিরহ ব্যাথাকে মেনে নিলাম বিরহ বসন্ত
এই তো জীবন আনন্দ বিরহ
সে হয়তো করিবে অভিযোগ
শত অভিযোগ আজ নিলাম মোর গন্ডে
সে হয়তোবা একরাশ অভিমান করে থাকিবে
শত অভিমান শত অভিযোগ নিলাম আজ
সে হয়তো বা বুঝিবে না নিরব বসন্ত
এই নীরব কন্দন আজ দেখিবে না তৌ কেহ।।।।।।
আশিক মাহমুদ