ফ্রিজ কেনার আগে যা জানা উচিত

ফ্রিজ কেনার আগে যা জানা উচিত

ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্য। নতুন পরিবার কিংবা পুরাতন পরিবারের চাহিদা বিবেচনায় ফ্রিজ কেনা হয়ে থাকে। কর্মব্যস্ত জীবনে সব সময় বাজার করা সম্ভব হয় না এজন্য টাটকা, শাক-সবজি ,মাছ ও মাংস ফ্রিজে সংরক্ষণ করার কোন বিকল্প নেই। কিন্তু আপনার প্রয়োজনের তাগিদে কিনা ফ্রিজটি যদি না ভালো মানের তাহলে নিশ্চয়ই আপনি হতাশ হবেন? আসুন জেনে নিই কি কি বিষয় দেখে ফ্রিজ কিনলে আমরা জিতবো

 

১.কম্প্রেসার

 

একটি ফ্রিজের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই কম্প্রেসার। যদি একটি ফ্রিজের কম্প্রেসার ভালো মানের না হয় তাহলে সহজে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই মাথায় রাখতে হবে। যে আপনি যে ফ্রিজটি কিনতেছেন তার কম্প্রেসার কপার(তামার)এর কিনা। অনেক ফ্রিজে এই কম্প্রেসার মূলত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরিতে হওয়া থাকে। এজন্য অবশ্যই কম্প্রেসার টি দেখে নিতে হবে। এজন্য আপনি ফ্রিজের সাথে থাকা বইটি অথবা উক্ত মডেলের ফ্রিজটি অনলাইনে সার্চ করে দেখে নিবেন।

 

২.কনডেন্সার

কম্প্রেসার এর সাথে যুক্ত পাইপগুলো মূলত কনডেন্সার। এগুলো অধিকাংশ ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়। যেহেতু অ্যালুমিনিয়ামে খুব তাড়াতাড়ি মরিচা ধরতে পারে। এজন্য দীর্ঘস্থায়ী ব্যবহারে ব্যবহৃত ফ্রিজের জন্য অবশ্যই তামার তৈরি কনডেন্সার রয়েছে এমন ফ্রিজ কেনা উচিত। এজন্য আপনি ফ্রিজের নিচের অংশ খুলে দেখে নিবেন।

 

৩. ফুডগ্রেট প্লাস্টিক

 ফ্রিজের ভিতরের অংশ প্লাস্টিক যারা নির্মিত। আর এ প্লাস্টিক অবশ্যই ফুডগ্রেট হতে হবে । তা না হলে আপনার সংরক্ষিত খাবারটিতে প্লাস্টিকের গন্ধ পাবেন। যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এজন্য অবশ্যই প্লাস্টিক টি দেখে কিনবেন।

 

৪.  বিদ্যুৎ সাশ্রয় কিনা

আপনি যে ফ্রিজটি দেখবেন সেটির গায়ে R600A GAS এটি লেখা রয়েছে কিনা। এই গ্যাসটি মূলত পাতলা এবং ভালো হওয়ার কারণে খুব দ্রুত ফ্রিজ ঠান্ডা করতে পারে। এতে করে বিদ্যুৎ সাশ্রয় কম হয় এবং আপনার খাবারের কোয়ালিটি ভালো থাকে। আর যদি R138A GAS ফ্রিজটির গায়ে এটি লেখা থাকে তাহলে এটি পুরাতন এবং ভারী একটি গ্যাস। যার ফ্রিজকে ঠান্ডা করতে অনেক সময় লাগে এতে করে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে এবং খাবারের কোয়ালিটি ঠিক থাকে না। অপরদিকে ফ্রস্ট ফ্রিজ ইলেকট্রিসিটি চলে গেলেও ৬-৮ ঘন্টা পর্যন্ত খাবার ভালো থাকে এবং বিদ্যুৎ সাশ্রয়ী।

 

৫.ফ্রস্ট নাকি নন ফ্রস্ট

ফ্রিজ কেনার আগে অবশ্যই এটি জেনে নিতে হবে যদি ফ্রিজের মধ্যে থাকার খাবারে বরফ জমে তাহলে এটি ফ্রস্ট ফ্রিজ আর যদি না জমে তাহলে নন ফ্রস্ট। নন ফ্রস্ট ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসে আর ইলেকট্রিসিটি না থাকলে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার মধ্যে খাবার নষ্ট হয়ে যায়।