ধর্মপ্রাণ মুসলিমদের কাছে মসজিদ একটি গুরুত্বপূর্ণ স্থান। বাংলাদেশের প্রায় ৯০% মানুষ মুসলিম হওয়ার কারণে প্রচুর পরিমাণে মসজিদ ।বর্তমান বাংলাদেশে প্রায় ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ।এর মধ্যে ঢাকা শহরেই ২ লাখ মসজিদ রয়েছে। এজন্য ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এছাড়া আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে মসজিদ রয়েছে ৩ লাখের অধিক।

কোন বিভাগ কতটি মসজিদ রয়েছে
| বিভাগ | মসজিদের সংখ্যা |
| ঢাকা | ২৬,৭২৫ |
| রাজশাহী | ১১,০০০ |
| চট্টগ্রাম | ১৬,৮৫০ |
| সিলেট | ৬,৭০০ |
| ময়মনসিংহ | ৫,২০০ |
| বরিশাল | ৮,৩৩১ |
| রংপুর | ৭,৫০০ |
| খুলনা | ১২,৯০০ |
বাংলাদেশ বিখ্যাত কিছু মসজিদ
| নাম | অবস্থান |
| ষাটগম্বুজ মসজিদ | বাগেরহাট |
| কুসুম্বা মসজিদ | মান্দা, নওগাঁ |
| বাঘা মসজিদ | রাজশাহী |
| তারা মসজিদ | আরমানিটোলা, ঢাকা |
| সাত গম্বুজ মসজিদ | মোহাম্মদপুর, ঢাকা |
| বিনত বিবির মসজিদ | ঢাকা (নারিন্দা) |
| ছোট সোনা মসজিদ | চাঁপাইনবাবগঞ্জ |
| আতিয়া জামে মসজিদ | টাঙ্গাইল |
| আন্দরকিল্লা শাহী জামে মসজিদ | চট্টগ্রাম |
| লালবাগ দুর্গা মসজিদ | লালবাগ, ঢাকা |
| কসবা মসজিদ | গৌরনদী, বরিশাল |
| চক শাহি মসজিদ | ঢাকা |
| লালদীঘি( নয় গম্বুজ )মসজিদ | রংপুর |
মসজিদ সংক্রান্ত কিছু তথ্য
বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২৪
উত্তর: প্রায় ৩ লাখ ৩১ হাজার ১২৫টি
কোন বিভাগে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে?
উত্তর: রাজধানী ঢাকাতে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে।
ঢাকাতে মসজিদের সংখ্যা ২৬,৭২৫ টি।
কোন বিভাগে সবচেয়ে কম মসজিদ রয়েছে?
উত্তর: ময়মনসিংহ বিভাগ এ সবচেয়ে কম মসজিদ রয়েছে। ময়মনসিংহ এ মসজিদের সংখ্যা ৫,২০০ টি
আরো যা পছন্দ করতে পারেন
আরো জানুন;



0 thoughts on “বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২৪”