আমরা অনেকেই লিওনেল মেসি বর্তমান খেলা দেখে অবাক হয়ে থাকি কিন্তু লিওনেল মেসির ২০১২ সালের কেমন পারফর্ম করেছিলো। যদি নিওলেন মেসি প্রাইম ২০১২ দেখি তাহলে মেসিকে ভিন্ন গ্রহের বলতে কোনো দ্বিধা থাকবে না।
জ্লাতান ইব্রাহিমোভিচ
ইব্রাহীমোবিচ তার ক্যারিয়ার এর সেরা মৌসুম পার করে ২০১২ তে পুরো মৌসুমে সে গোল করে ৫৩ টি।
ক্রিস্টিয়ানো রোনালদো
সেই মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ২০১২ তে তার দ্বিতীয় সর্বোচ্চ গোল করে ৬৩টি।
চেলসি
২০১২ চ্যাম্পিয়ন্স লিগ উইনার চেলসি পুরো মৌসুমে গোল করে ৮৭টি।
ডর্টমুন্ড
১১/১২ বুন্দেসলিগা চ্যাম্পিয়ন জায়ান্ট ডর্টমুন্ড লিগ জয় করে ৮০টি গোল করে।
জুভেন্টাস
১১/১২ সিরিয়া আ জয় করে জুভেন্টাস মাত্র ৬৮ টি গোল করে
ম্যানচেস্টার ইউনাইটেড
১২/১৩ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড লিগ জয় করে ৮৬টি গোল করে
লিওনেল আন্দ্রেস মেসি
লিওনেল আন্দ্রেস মেসি যে কিনা ২০১২ সালে একাই গোল করে ৯১। ২০১২ সালে লিওনেল মেসি একই সাথে ঘরোয়া লীগ, চ্যাম্পিয়নস লিগ এবং জাতীয় দলের হয়ে হ্যাট্রিক করেছেন।এবং সেই সাথে সে হ্যাট্রিক ব্যালন ও জয় করেন।
২০১২ যেটি ছিলো লিওনেল মেসির ক্যারিয়ার সেরা বছর গুলোর একটি।ইতিহাসে মেসি একমাত্র খেলোয়াড় যে এক পঞ্জিকাবর্ষে ৯১গোল করেন। মেসি মাঠে যা করেন প্রায় অসম্ভব। এই অসম্ভব কাজের জন্য অনেকে তাকে ভিনগ্রহের কেউ বলতেও দিধা বোধ করে না।
Read more:Lionel messi unbreakable records 2024